আবারও ইটের বদলে কঙ্গনার পাটকেল

কঙ্গনা রনৌত
কঙ্গনা রনৌত

করণ জোহরের ‘কফি উইথ করণ’ অনুষ্ঠান থেকে আপনাকে বাদ দেওয়া হয়েছে কেন? সাংবাদিকের এমন প্রশ্নে এতটুকু বিচলিত কিংবা অবাক হননি কঙ্গনা রনৌত। উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় বললেন, ‘তাই নাকি? আমি বাদ পড়েছি, এমনটা কিন্তু আমি মনে করি না। আমি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। মিস্টার জোহরের তালিকায় যে অভিনেত্রীরা আছেন, তাঁদের অনেকেরই অভিনয় প্রতিভা প্রশ্নের মুখে। আমার জায়গায় তাঁরা কখনো আসতে পারবেন না।’

কঙ্গনা রনৌত স্পষ্টভাষী, এমনটা বিটাউনে সবাই জানেন। তাই অনেকেই তাঁকে খ্যাপাতে চান না। যদি কেউ এই ভুল করেছেন, তাঁকে এর খেসারত দিতে হয়েছে। ইট ছুড়ে পাটকেল খেতে হয়েছে। এই যেমন একটি অনুষ্ঠানে করণ জোহর নাকি বলেছেন, কঙ্গনা রনৌতের হাতে নাকি কাজ নেই। তাই তিনি করণ জোহরের কাছে কাজ চেয়েছিলেন। এবার সুযোগ পেয়ে কঙ্গনা রনৌত বললেন, ‘আমাকে জবলেস মনে হয় তাঁর?’ করণ জোহরের প্রতিভাকে চ্যালেঞ্জ করে কঙ্গনা রনৌত বললেন, ‘আপনি আমার প্রতিভা দেখুন আর করণের তৈরি ছবিগুলো দেখুন!’

বলিউডে স্বজনপ্রীতি নিয়ে বহিরাগতদের মধ্যে অনেক দিন ধরেই চাপা ক্ষোভ আছে। প্রথম তা নিয়ে জনসমক্ষে সরাসরি কথা বলেন কঙ্গনা রনৌত। ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানের পঞ্চম মৌসুমের এক পর্বে হাজির হন সাইফ আলী খান ও কঙ্গনা রনৌত। সেখানে বলিউডের স্বজনপ্রীতির সমালোচনা করেন কঙ্গনা রনৌত। করণ তাঁর অতিথি কঙ্গনাকে প্রশ্ন করেন, ‘বলিউডে কে তোমার সঙ্গে অপ্রয়োজনীয় অহংকার দেখিয়েছেন?’ জবাবে কঙ্গনা বলেন, ‘করণ, তুমি আমাকে প্রয়োজনের থেকে অতিরিক্ত অহংকার দেখিয়েছ। তুমি অনেক অহংকারী আর বলিউডে স্বজনপ্রীতির ধারক।’ স্বাভাবিকভাবেই তা ভালোভাবে নিতে পারেননি করণ। পরে এক সাক্ষাৎকারে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার সন্দেহ আছে কঙ্গনা স্বজনপ্রীতির মানে বোঝে কি না।’

‘মনিকর্নিকা: দ্য কুইন অব ঝাঁসি’ ছবিটি এরই মধ্যে দর্শকদের কাছ থেকে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। ব্যবসায়িক দিক থেকেও ছবিটি সফল। ছবিটি পরিচালনা করেছেন কঙ্গনা রনৌত। আর ছবিতে রানি লক্ষ্মীবাঈয়ের চরিত্রে তিনি দারুণ অভিনয় করেছেন। এবার কঙ্গনা রনৌত জানান, যোদ্ধা নারীদের ওপর তিনটি ছবি তৈরির পরিকল্পনা করছেন। ‘ইন্ডিয়া টুডে’র সঙ্গে আলোচনায় তিনি বলেন, ‘আমি যোদ্ধা নারীদের নিয়ে আরও ছবি তৈরির কথা ভাবছি। ট্রিলজি বানানোর ইচ্ছা বলতে পারেন। “মনিকর্নিকা: দ্য কুইন অব ঝাঁসি” এই ত্রয়ীর প্রথম ছবি।’

এ সময় তিনি এই ত্রয়ীর অন্য দুটি ছবির ব্যাপারে জানালেন, বাকি দুটি দুর্গাবতী আর সুলতানা রাজিয়া হতে পারে।

এরই মধ্যে নিজের বায়োপিক তৈরির ঘোষণা দিয়েছেন কঙ্গনা রনৌত। এ ব্যাপারে তিনি বলেছেন, ‘বায়োপিকে আমার জীবনকে নিরপেক্ষভাবে দেখানোর সুযোগ রয়েছে। তার মানে সেটা ইন্ডাস্ট্রির মানুষদের অনাবৃত করা নয়। সেখানে জীবনের সব অধ্যায় থাকবে। গল্পটা আমার অস্বাভাবিক জীবনসংগ্রাম নিয়ে।’