'থাগস অব হিন্দোস্তান' কে ডুবিয়েছে?

ক্যাটরিনা কাইফ
ক্যাটরিনা কাইফ

আহমেদ খান, রেমো ডি’সুজা, গণেশ আচার্যর মতো বড় বড় কোরিওগ্রাফার তাঁর শিষ্য। বলছি বলিউডের নামকরা কোরিওগ্রাফার সরোজ খানের কথা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘থাগস অব হিন্দোস্তান’-এ ক্যাটরিনা কাইফের নাচ কোরিওগ্রাফ করার কথা ছিল সরোজ খানের। তবে পরবর্তী সময়ে ক্যাটরিনার কথায় নাকি তাঁকে বাদ দেওয়া হয় ছবি থেকে। সম্প্রতি সেই আক্ষেপের কথা বলেই ক্যাটের ওপর রাগ ঝাড়লেন সরোজ খান। সেই সঙ্গে তিনি এও জানালেন, থাগস অব হিন্দোস্তান ছবির ভরাডুবি হয়েছে এই ক্যাটরিনার কারণেই।

সরোজ খানের বদলে ‘থাগস অব হিন্দোস্তান’ ছবির গানগুলোর কোরিওগ্রাফ করেছেন প্রভুদেবা। সরোজ অভিযোগ তোলেন, প্রভুদেবা ক্যাটরিনার ঘনিষ্ঠ। তাই বড় বাজেটের ছবি হওয়ায় সরোজ খানের জায়গায় প্রভুকে নেওয়ার সুপারিশ করেন ক্যাট। সেই থেকে সরোজ খেপে আছেন বলিউডের এই প্রথম সারির নায়িকার ওপর।

সম্প্রতি সরোজ ‘কলঙ্ক’ ছবির একটি গানে মাধুরীর কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছেন। সেই বিষয়ে কথা বলতে গিয়েই নিজের রাগ ঝাড়েন সরোজ। বলেন, বক্স অফিসে তারকাবহুল থাগস অব হিন্দোস্তান ছবি ব্যর্থ হওয়ার দায়ভার ক্যাটরিনাকেই নিতে হবে। কারণ, একটি ছবির সাফল্য এর গান ও নাচের ওপর অনেকাংশে নির্ভর করেন। আর ক্যাট নাকি এই ছবিতে নাচ দিয়ে বিন্দুমাত্রও দর্শকের মন জয় করতে পারেননি।