নারীদের গল্পে সাত দিনে সাত নাটক

চয়নিকা চৌধুরী, জিনাত হাকিম, নাজনীন হাসান, মাতিয়া বানু, শ্রাবণী ফেরদৌস, ফাহমিদা ইরফান, প্রীতি দত্ত
চয়নিকা চৌধুরী, জিনাত হাকিম, নাজনীন হাসান, মাতিয়া বানু, শ্রাবণী ফেরদৌস, ফাহমিদা ইরফান, প্রীতি দত্ত

সাত নির্মাতা, সাতটি গল্প। প্রতিটি গল্পেই দেখানো হয়েছে নারীদের উঠে আসার গল্প। নতুন করে জেগে ওঠার গল্প। এমন সাতটি গল্প নিয়েই শুরু হচ্ছে ‘এগিয়ে যাওয়ার নেই মানা’ শিরোনামের সাত দিনের নাটকের আয়োজন। ২২ এপ্রিল শুরু হচ্ছে বঙ্গমাতা আন্তর্জাতিক নারী গোল্ডকাপ ২০১৯ (অনূর্ধ্ব-১৯)। তার আগে ৭ এপ্রিল থেকে প্রচারিত হবে সাতটি নাটক। যৌথভাবে এই আয়োজন করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি ও কে-স্পোর্টস। আয়োজন প্রসঙ্গে আরটিভির অনুষ্ঠানপ্রধান দেওয়ান শামসুর রাকিব বলেন, ‘এতে সাতজন পেশাজীবী নারীর গল্প বলা হয়েছে। যারা সমাজের নানা ধরনের প্রতিকূলতার মধ্য দিয়ে সফল হয়। সেই যুদ্ধ এবং সফলতার গল্পই দেখবেন দর্শক।’

শামসুর রাকিব জানান, সাতটি নাটকে দেশের ছয়জন জনপ্রিয় অভিনেত্রী অভিনয় করেছেন। দুটি নাটকে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। নাটকগুলোর গল্পের ভিন্নতার পাশাপাশি আলাদা অভিনয়শিল্পীরা অভিনয় করেছেন। সাত নির্মাতার একজন নাজনীন হাসান চুমকি। এই উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটার মাধ্যমে আমি প্রায় দুই বছর পর নাটক নির্মাণ করলাম। আমার জীবনের সঙ্গেও গল্পটির অনেকটা মিল আছে। আমি “যাব বহুদূর” নামের একটি নারীদের স্কুটি প্রশিক্ষণ কেন্দ্রের গল্প বলেছি। যেখানে আমি নিজেও স্কুটি চালানো শিখেছি।’

আরটিভির অনুষ্ঠানপ্রধান জানান, বেশির ভাগ নাটকের শুটিং শেষ। এরই মধ্যে প্রমো প্রচার শুরু হয়েছে। দু-একটির বাকি আছে। দু-এক দিনের মধ্যে এগুলোর শুটিংও শেষ হবে।

জানা গেছে, ৭ এপ্রিল থেকে সাতটি নাটক পর্যায়ক্রমে প্রচারিত হবে ২১ এপ্রিল পর্যন্ত। এর মধ্যে ৭ এপ্রিল প্রচারিত হবে প্রীতি দত্তের রচনা ও পরিচালনায় সেলাই ঘর নাটকটি। এতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, মিলি বাশার, অরিত্রি প্রমুখ। এক দিন বাদে ৯ এপ্রিল প্রচারিত হবে ধূসর ঘূর্ণি। ইফফাত আরেফিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ফাহমিদা ইরফান। অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, মিশু সাব্বির, মীর রাব্বী প্রমুখ। ১১ এপ্রিল প্রচারিত হবে মেঘবালিকার রং। ইফফাত আরেফিনের রচনায় এটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। আর অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, জাকিয়া বারী মম, এফ এস নাঈম, দীপা খন্দকার, শাহেদ আলী প্রমুখ। ১৫ এপ্রিল প্রচারিত হবে শ্রাবণী ফেরদৌসের রচনা ও পরিচালনায় কুসুমের স্বপ্ন নাটকটি। এতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, শাওন, মাসুম বাশার, শেলী আহসান প্রমুখ। ঠিক পরদিন অর্থাৎ ১৬ এপ্রিল পিঁউ, একটি পাখির জীবন নাটকটি প্রচারিত হবে। এটি রচনা ও পরিচালনা করেছেন নাজনীন হাসান চুমকি। আর অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা, ফারহান, অশোক ব্যাপারী, শিল্পী সরকার অপু প্রমুখ। ১৮ এপ্রিল মাতিয়া বানু শুকুর রচনা ও পরিচালনায় প্রচারিত হবে স্বপ্নের মেঘদল নাটকটি। অভিনয় করেছেন তানজিন তিশা, রাইসুল ইসলাম আসাদ, দীপা খন্দকার প্রমুখ। এই আয়োজনের শেষ নাটকটি প্রচারিত হবে ২১ এপ্রিল। গাইড নামের এই নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জিনাত হাকিম। আর অভিনয় করেছেন শবনম ফারিয়া, রওনক হাসান, আজিজুল হাকিম, রোজী সিদ্দিকী প্রমুখ। উল্লেখ্য, প্রতিটি নাটকের দৈর্ঘ্য ৩০ মিনিট আর প্রচারিত হবে রাত আটটায়।