৮০ বছর বয়সে কপোলার নতুন চলচ্চিত্র

ফ্রান্সিস ফোর্ড কপোলা
ফ্রান্সিস ফোর্ড কপোলা

আগামীকাল (৭ এপ্রিল) চলচ্চিত্রকার ফ্রান্সিস ফোর্ড কপোলা ৮০ বছর পূর্ণ করবেন। ‘দ্য গডফাদার’ সিরিজ, ‘অ্যাপোক্যালিপস নাও’, ‘ব্রাম স্টকার্স ড্রাকুলা’র মতো ছবি নির্মাণ করেছেন তিনি। এবার আশির কোঠায় এসে নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন তিনি। ছবির নাম ‘মেগালোপোলিস’। ১৯৮০ সালের দিকে এই ছবির পাণ্ডুলিপি লিখেছিলেন কপোলা। এবার ঘোষণা দিলেন ছবিটি নির্মাণের।

ফ্রান্সিস ফোর্ড কপোলা বলেন, ‘আমি আমার দীর্ঘ আকাঙ্ক্ষিত ছবিটি এ বছর শুরু করছি। এই ছবিতে আমার দীর্ঘ ক্যারিয়ারে যা শিখেছি, তার সবটুকু ঢেলে দেব। এটা হবে বড় ক্যানভাসের একটি মহাকাব্যিক সিনেমা, যার নাম মেগালোপোলিস।’

তিনি আরও বলেন, ‘এটা খুবই বিশাল ক্যানভাসে ও বাঘা বাঘা তারকাকে নিয়ে করা হবে। এটি মূলধারার সিনেমা হবে না, এখন যে ধরনের সিনেমা হলিউড তৈরি করছে। আমি এ বছরেই ছবির কাজ শুরু করতে ইচ্ছুক।’

পরিচালক কপোলা এরই মধ্যে অভিনয়শিল্পী বাছাইয়ের কাজ শুরু করে দিয়েছেন। শোনা যাচ্ছে, জুড লকে কেন্দ্রীয় চরিত্রে নেওয়া হতে পারে। তবে এখনো অভিনেতাদের নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বেশ কিছু অভিনয়শিল্পীর নাম শোনা যাচ্ছে ছবিটি জড়িয়ে। তাঁদের মধ্যে আছেন ওয়ারেন বেটি, রবার্ট ডি নিরো, পল নিউম্যান ও রাসেল ক্রো। তবে কপোলার এই পাণ্ডুলিপিকে অনেকেই ফ্রিৎজ ল্যাংয়ের মেট্রোপলিস ও আইন র্যা ন্ডের দ্য ফাউন্টেনহেড-এর সঙ্গে তুলনা করছেন।

২০১১ সালের পর দীর্ঘ বিরতি নিয়ে সিনেমায় হাত দিতে যাচ্ছেন এই বিখ্যাত পরিচালক। এ মাসের শেষের দিকে ট্রিবেকা চলচ্চিত্র উৎসবে তাঁর সিনেমা অ্যাপোক্যালিপস নাও নিয়ে হাজির হবেন। সেখানে সিনেমাটির একটি বিশেষ সংস্করণ দেখানো হবে। এরপর পরিচালক স্টিভেন সোডারবার্গের সঙ্গে কপোলা একটি প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করবেন। ইন্ডিওয়্যার