দূরবীনে ফিরলেন কাজী শুভ

সৈয়দ শহীদ, কাজী শুভ ও আইয়ুব। ছবি: সংগৃহীত
সৈয়দ শহীদ, কাজী শুভ ও আইয়ুব। ছবি: সংগৃহীত

লোকগানের শিল্পী হিসেবেই বেশি জনপ্রিয় কাজী শুভ। শ্রোতাদের চাহিদায় আধুনিক গানও গেয়েছেন। ২০০৭ সালে যুক্ত হন দূরবীন ব্যান্ডের সঙ্গে। টানা পাঁচ বছর এই ব্যান্ডের সঙ্গে গান গেয়েছেন। দূরবীনের অন্যতম সদস্য আরফিন রুমি যখন ব্যান্ড ছেড়ে যান, তখন কাজী শুভও বের হয়ে যান। এরপর টানা ছয় বছর নিজের একক ক্যারিয়ার নিয়ে ব্যস্ত ছিলেন। ছয় বছর পর আবার নিজের ইচ্ছায় দূরবীনে ফিরে এসেছেন। প্রথম আলোকে তা নিশ্চিত করেন দূরবীন ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও ভোকাল সৈয়দ শহীদ।

দেড় দশক আগে শহীদ তাঁর কয়েকজন বন্ধুকে নিয়ে গানের দল দূরবীন গঠন করেন। তাঁদের মধ্যে কয়েকজন সদস্য অন্য পেশায় ব্যস্ত হয়ে পড়েন। সৈয়দ শহীদ ও আইয়ুব পুরোটা সময় এই গানের দলকে আগলে রেখেছেন। ছয় বছর বাইরে থাকা কাজী শুভকে পেয়ে ব্যান্ডের অন্য সদস্যরা আনন্দিত। তাঁর ফিরে আসাকে ব্যান্ডের জন্য বাড়তি শক্তি হিসেবে দেখছেন শহীদ। আজ বুধবার দুপুরে প্রথম আলোকে তিনি বলেন, ‘ব্যান্ড ছাড়লেও শুভর সঙ্গে আমাদের কিন্তু নিয়মিত যোগাযোগ ছিল। স্টুডিওতে আসত, বিভিন্ন বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হতো। সম্পর্কটা চমৎকার ছিল। ব্যান্ডের ফেরার ব্যাপারে তার ইচ্ছা ছিল। আমরাও ভাবলাম শুভ এলে দূরবীন আরও শক্তিশালী হবে।’

কাজী শুভকে নিয়ে ১৪ এপ্রিল মঞ্চে উঠবে দূরবীন। শহীদ জানান, সেদিন তাঁরা ঢাকার দুটি কনসার্টে অংশ নেবেন। তার আগে টানা মহড়া চলবে। কাজী শুভ একক গানও করেন। শহীদ বলেন, ‘ব্যান্ডের প্রয়োজন বেশি গুরুত্ব পাবে। কনসার্ট, মহড়াসহ অন্য কাজের বাইরে কাজী শুভর একক ক্যারিয়ার তাঁর মতো করে চলবে। এ বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই।’

ছয় বছর পর দূরবীনে ফিরে কাজী শুভও আনন্দিত। বললেন, ‘আমাদের দেখা হতো, আড্ডা হতো। গতকাল মঙ্গলবার তেমন এক আড্ডায় ছিলাম আমরা। তখন আমি বললাম, চলেন, আমরা সবাই আবার এক হয়ে যাই। আমার এই প্রস্তাবে সবাই একমত পোষণ করলেন। স্বাগত জানান। একসঙ্গে আবারও আমরা স্টেজে পারফর্ম করব, এটা নিঃসন্দেহে অনেক বেশি আনন্দের।’

দূরবীন ত্যাগ করেছিলেন কেন? কাজী শুভ বললেন, ‘গানের দল আর একক ক্যারিয়ার—দুটো সামাল দেওয়া বেশ কঠিন ছিল। তাই সমঝোতার মাধ্যমে ব্যান্ড থেকে বের হয়েছিলাম। আবার নিজের ঘরে ফিরে এসে ভালো লাগাটা কাজ করছে।’

দূরবীন ব্যান্ডের বর্তমান লাইনআপ হচ্ছে শহীদ (ভোকাল), আইয়ুব (ভোকাল), কাজী শুভ (ভোকাল ও কি-বোর্ড), জয় (লিড গিটার), শাওন (বেজ গিটার), রুবেল (ড্রামস)। নতুন লাইনআপ নিয়ে শ্রোতাদের জন্য নতুন গান উপহার দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদে নতুন লাইনআপে দূরবীন গান প্রকাশ করতে চায়।