ঈদে ইউটিউবে বাড়বে নাটক ও টেলিছবি

অপূর্ব ও মেহ্‌জাবীন অভিনীত প্লেবয় নাটকটি বেশ আলোচিত হয়েছে
অপূর্ব ও মেহ্‌জাবীন অভিনীত প্লেবয় নাটকটি বেশ আলোচিত হয়েছে

ঈদুল ফিতরের উৎসবে এবার টেলিভিশন অনুষ্ঠানমালায় ভাগ বসাবে বিশ্বকাপ ক্রিকেট। ফলে কিছু চ্যানেলে এবার নাটক প্রচার কমবে, তবে ঈদ উত্সবকে কেন্দ্র করে ইউটিউবে নাটক ও টেলিছবির সংখ্যা বাড়বে বলে ধারণা করছেন ইউটিউব চ্যানেল মালিকেরা। জানা গেছে, দেশে প্রায় ২০টি ইউটিউব চ্যানেলে শ–খানেক নতুন নাটক ও টেলিছবি উঠবে।

কয়েক বছর ধরে ইউটিউবে নাটক, টেলিছবিতে দর্শকের আগ্রহ বেড়েছে। ঈদ উত্সব ঘিরে এই দর্শকসংখ্যা আরও বাড়বে। ইউটিউবের কোনো কোনো নাটক জনপ্রিয় হয়ে ওঠার কারণে নাটক থেকে ভালো আয়ও হচ্ছে। দিন দিন এসব চ্যানেলের সাবস্ক্রাইবারও বাড়ছে। চ্যানেলগুলো হলো বঙ্গবুম, ডেডলাইন এন্টারটেইনমেন্ট, ওজন এন্টারটেইনমেন্ট, সিনেমাওয়ালা, সিডি চয়েস, ঈগলস, ধ্রব টিভি, রিংমিডিয়া, ক্লাব ইলেভেন, সেভেন টিউনস এন্টারটেইনমেন্ট, এফ-থ্রি, নাটক বক্স ইত্যাদি।

বঙ্গবিডির একটি শাখা চ্যানেল বঙ্গবুমে ঈদের জন্য পাঁচ পর্বে নাটক তৈরি হচ্ছে। চ্যানেলটির পরিচালক মুশফিকুর রহমান বলেন, ঈদ সামনে রেখে এই চ্যানেলের জন্য প্রথম ড্রামা সিরিজ তৈরি করা হচ্ছে। ইউটিউবে দর্শক আগ্রহ বাড়ছে। এখানে মানুষ তার সুবিধামতো নাটক দেখতে পারছে। এমনকি ইউটিউবে নাটক দেখে দর্শক পছন্দ-অপছন্দের কথা চ্যানেলে লিখে জানাতে পারেন। দর্শকের সঙ্গে একটা যোগসূত্র তৈরি হচ্ছে। ফলে দিন দিন ইউটিউবে দর্শক বাড়ছে। এসব কারণে ইউটিউব চ্যানেলের মালিকেরাও নাটক, টেলিছবি নির্মাণে আগ্রহী হচ্ছেন।

সম্প্রতি সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে এক্স বয়ফ্রেন্ড ও প্লেবয় নামে দুটি নাটক বেশ আলোচিত হয়েছে। ঈদের জন্য প্রথম এই চ্যানেল চারটি নাটক নির্মাণ করছে। চ্যানেলটির স্বত্বাধিকারী মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, এখন ইউটিউবে নাটকের দর্শক বেড়েছে। ঈদ উত্সবে দর্শকের আগ্রহ আরও বেশি থাকে। নাটকের স্বত্ব আজীবন ইউটিউব চ্যানেল মালিকেরই। নাটক নির্মাণের সময় কিছু স্পনসরও পাওয়া যাচ্ছে। এখানে নাটক থেকে আয়টাও ঝামেলামুক্ত। এই অনলাইনের যুগে সারা পৃথিবীতে কনটেন্টের মূল্য বেশি। একজন ইউটিউব স্বত্বাধিকারী একই নাটক ইউটিউবের বাইরেও বিভিন্ন প্ল্যাটফর্মে ওঠাতে পারেন। সেখান থেকেও আয় হচ্ছে।’

এ পর্যন্ত ইউটিউবের জন্য প্রায় ৪০টি নাটক নির্মাণ করেছেন মাবরুর রশীদ বান্না। জীবন, ছেলেটি বেয়াদব, ছেলেটি মেয়েটি, বেড সিনসহ অনেক নাটক জনপ্রিয় হয়েছে। এসব নাটকে বিনিয়োগ উঠে লাভও হয়েছে বলে জানান বান্না। এবারের ঈদে ইউটিউবের জন্য পাঁচ–ছয়টি নাটক নির্মাণের পরিকল্পনা তাঁর।

বান্না বলেন, এখন ইউটিউবে প্রচুর দর্শক। ঈদের ছুটিতে আরও বাড়বে। ইউটিউবে নাটকের বাজার একসময় আরও প্রসারিত হবে। ইউটিউবে নাটকের স্বত্ব ইউটিউবের মালিকের। শুধু ইউটিউবেই নয়, একই নাটক বিভিন্ন প্ল্যাটফর্মে ওঠানো যায়। এই প্ল্যাটফর্ম থেকেও আয় আসে। ফলে এখানে বিনিয়োগের অনেকটাই সুরক্ষা আছে।

টেলিভিশনের চেয়ে ইউটিউবের বেশির ভাগ নাটকের বাজেট বেশি থাকে। যেখানে টেলিভশনে এক ঘণ্টার নাটকের বাজেট ১ লাখ ৮০ হাজার থেকে আড়াই লাখ, সেখানে ইউটিউবের এক ঘণ্টার নাটকের বাজেট ৪ থেকে ৬ লাখ টাকা।

বিষয়টি নিয়ে মুশফিকুর রহমান বলেন, ‘বাজেট বেশি হলে কাজের মানও ভালো হয়। ইউটিউব দর্শককে ফাঁকি দেওয়া যাবে না। কারণ, দর্শক একটি নাটক দেখতে বসে ভালো না লাগলে আরেক নাটকে চলে যাবেন। সেই সুযোগ তো ইউটিউবে আছে। টেলিভিশনের মতো তো ইউটিউবে এক-দুবার প্রচার হয় না নাটক। সুতরাং ইউটিউবের দর্শক উপযোগী নাটক করতে গেলে অবশ্যই মানের দিকে নজর দিতে হবে। এ জন্য বাজেটও বেশি লাগবে।’