নিজের ক্যানসার নিয়ে বললেন ঋষি কাপুর

ঋষি কাপুর, নীতু সিং ও রণবীর কাপুর
ঋষি কাপুর, নীতু সিং ও রণবীর কাপুর

ঋষি কাপুরের ঘনিষ্ঠ বন্ধু ও বলিউডের প্রখ্যাত পরিচালক রাহুল রাওয়াইল গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। ঋষি কাপুরের সঙ্গে নিজের একটি ছবি দিয়ে সেখানে তিনি লিখেছেন, ‘ঋষি কাপুর (চিন্টু) এখন ক্যানসারমুক্ত।’

এবার নিজের ক্যানসার নিয়ে বলেছেন ঋষি কাপুর। ডেকান ক্রনিকলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রে টানা আট মাস আমার চিকিৎসা হচ্ছে। সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞ। আবার জীবনযুদ্ধে ফিরতে পেরেছি। তিনি আমাকে ধৈর্য ধরতে শিখিয়েছেন। আমাকে নতুন জীবন দিয়েছেন। আমি এখন ক্যানসারমুক্ত।’

রাহুল রাওয়াইল বলেছেন, ‘চিন্টু বলেছে, ট্রিটমেন্টের কিছু ফলোআপ বাকি আছে। সেসব সেরেই ও দেশে ফিরবে।’ এ ব্যাপারে ঋষি কাপুর বলেছেন, ‘এখনো আমার অস্থিমজ্জা প্রতিস্থাপন (বোনম্যারো ট্রান্সপ্লান্ট) হওয়া বাকি আছে। সবকিছু শেষ হতে আরও দুই মাস সময় লাগবে।’

ক্যানসার থেকে মুক্ত হওয়ার পর ঋষি কাপুর বলেছেন, ‘ক্যানসার থেকে মুক্ত হয়ে নতুন করে জীবনে ফেরা মোটেও সহজ ছিল না। এর জন্য ধন্যবাদ জানাই চিকিৎসক, আমার পরিবার আর ভক্তদের। এই কঠিন সময়ে সবাই আমার পাশে থেকেছেন।’ স্ত্রী আর সন্তানদের কথা বলেছেন এভাবে, ‘এ সময় নীতু পর্বতের মতো রক্ষাকবচ হয়ে আমার পাশে ছিল। আমাকে ও যেভাবে দেখাশোনা করছে, তা বলে বোঝাতে পারব না। দুই সন্তান রণবীর আর ঋদ্ধিমাকেও সব সময় পাশে পেয়েছি। সবাই মিলে আমাকে শক্তি জুগিয়েছে।’

গত বছরের ২৯ সেপ্টেম্বর চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান ঋষি কাপুর। সেখানে নিউইয়র্কের একটি হাসপাতালে তাঁর চিকিৎসা হচ্ছে। হোটেলে নয়, তাঁর ছেলে বলিউডের এ সময়ের অন্যতম জনপ্রিয় তারকা রণবীর কাপুর বাবার জন্য সেখানে মোটামুটি বিলাসবহুল একটি বাসা ঠিক করে দিয়েছেন। স্ত্রী নীতু সিংকে নিয়ে ঋষি কাপুর এখন সেখানেই আছেন। তবে তাঁর অসুস্থতার ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়। সংবাদমাধ্যম থেকে বারবার প্রশ্ন করা হলেও এত দিন সরাসরি কেউ কিছু বলেননি।