'সড়ক টু' দ্বিতীয় ইনিংস নয় মহেশের

(সামনে) পূজা ভাট, সঞ্জয় দত্ত, আলিয়া ভাট, আদিত্য রয় কাপুর ও (পেছনে) মহেশ ভাট
(সামনে) পূজা ভাট, সঞ্জয় দত্ত, আলিয়া ভাট, আদিত্য রয় কাপুর ও (পেছনে) মহেশ ভাট

পরিচালক মহেশ ভাট ১৯৯৯ সালে শেষ ক্যামেরার পেছনে দাঁড়িয়েছেন। সিনেমার নাম ছিল ‘কার্তুজ’। তারপর পেরিয়েছে দীর্ঘ সময়। ফের ক্যামেরার পেছনে দাঁড়াবেন তিনি। আর তাঁর সঙ্গে থাকবেন দুই মেয়ে পূজা ও আলিয়া। প্রশ্ন উঠেছে, তবে কি পরিচালনার ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করলেন মহেশ ভাট? মহেশের উত্তর, না। এটা দ্বিতীয় ইনিংস নয়, কিংবা পুনরায় পরিচালনায় ফিরে আসা নয়।

দীর্ঘ বিরতির পর তিনি ‘সড়ক টু’ সিনেমা দিয়ে ক্যামেরার পেছনে দাঁড়াচ্ছেন। তবে অনেকে এটাকে ফিরে আসা বললেও মহেশ বললেন ভিন্ন কথা। এক সাক্ষাৎকারে সম্প্রতি তিনি বলেন, ‘আমি এমন করে ভাবছিই না যে ২০ বছর পর সড়ক টু সিনেমা দিয়ে ফিরছি। এটাকে আমি আমার দ্বিতীয় ইনিংস কিংবা নতুনভাবে শুরুও বলছি না।’

শুধু পরিচালনাই করছেন না মহেশ ভাট, অভিনয়েও অভিষেক হচ্ছে তাঁর। সঞ্জয় নাগের একটি সিনেমাতে তিনি অভিনয় করেছেন। সেখানে দেখা যাবে তাঁর স্ত্রী সোনি রাজদানকেও। অভিনয়ে নিজের অভিষেক নিয়ে বলেন, ‘ইয়োরস ট্রুলি সিনেমাতে অভিনয়ের জন্য সঞ্জয় আমাকে ফোন করলে খুব আশ্চর্য হয়েছিলাম। এটা একেবারেই অতিথি চরিত্র। আমি ওকে বলেছিলাম, “দেখো, আমি অভিনেতা নই। আমি সব সময়ই ক্যামেরার পেছনে থেকেছি। কিন্তু তুমি যদি মনে করো আমি এই চরিত্রের জন্য ঠিক, তাহলে আমি তোমার জন্য কাজ করব। ”’

‘সড়ক টু’ ১৯৯১ সালের ছবি ‘সড়ক’–এর সিক্যুয়েল। এই ছবিতে তখন অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত ও পূজা ভাট। সিক্যুয়েলে তাদের দুজনের সঙ্গে আছেন আলিয়া ভাট ও আদিত্য রায় কাপুর। ‘সড়ক’–এর জনপ্রিয়তার জন্য এর সিক্যুয়েল নিয়ে আগ্রহ আছে বলিউড–ভক্তদের। পাশাপাশি বাবার পরিচালনায় দুই মেয়ের অভিনয় বাড়তি রোমাঞ্চ সৃষ্টি করবে। ‘সড়ক টু’ মুক্তি পাবে আগামী বছরের ২৫ মার্চ। হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে