ফেসবুকে অঞ্জন দত্তের অন্য রকম বার্তা

অঞ্জন দত্ত
অঞ্জন দত্ত

অঞ্জন দত্ত আর তাঁর ছেলে নীল মঞ্চে প্রথম একসঙ্গে গান গেয়েছিলেন ১৯৯৩ সালে, কলকাতার জ্ঞান মঞ্চে। সেই অনুষ্ঠানটি দেখতে অসংখ্য দর্শক টিকিট কিনেছিলেন। এরই মধ্যে পেরিয়ে গেছে ২৫ বছর। দুজন এখনো গান করছেন। এবার বাবা আর ছেলে এই দীর্ঘ পথচলা একসঙ্গে উদ্‌যাপন করতে চান। আবারও সেই কলকাতার জ্ঞান মঞ্চ। আগামী ৬ জুন সেখানে তাঁরা একসঙ্গে গান করবেন। অনুষ্ঠানটি নিয়ে অন্য রকম আবেগ কাজ করছে অঞ্জন দত্তের মধ্যে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, ‘অনেক নতুন গান থাকবে, নীলের লেখা। আমার লেখা পুরোনো কিছু গানও গাইব।’ ছেলেকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন এভাবে, ‘সংগীত পরিচালক হিসেবে নীলের অনেক সিনেমার গান আছে, যেটা ওর পরিচয়। আবার ওর করা সুরেও গান করেছি আমি।’

সেই দিনটি স্মরণ করে অঞ্জন দত্ত লিখেছেন, ‘পঁচিশ বছর পেরিয়ে গেলাম গান করে। ১৯৯৩–তে শুরু। প্রায় চল্লিশ বছরের আমি আর আমার ১২ বছরের পুত্র নীল। নীলের গিটারটা ওর মায়ের কাছ থেকে পাওয়া, বার্মায় কেনা অ্যাকুস্টিক গিটার। নীলের ডাকনাম গডোট। আমরা দুজন দুটি গিটার নিয়ে মঞ্চে গান করে গেছি। যদিও পরপর ক্যাসেটে অনেক যন্ত্র বেজেছে, প্রোগ্রামে আমরা দুটি গিটার নিয়ে সেই একই গান করেছি। লিলুয়া থেকে লন্ডন। দর্শক শুনে আনন্দ পেয়েছে।’

এই দীর্ঘ সময় পার করে আসার অনুভূতি নিয়ে তিনি লিখেছেন, ‘দুজনেরই বয়স বেড়েছে। এই শহরের বয়স বেড়েছে। আপনাদেরও অভিজ্ঞতা বেড়েছে। কষ্ট বেড়েছে। নোংরামি, হিংসা, আপস, বোকামি, অসহিষ্ণুতা বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে মধ্য মেধা। এই ভার্চ্যুয়াল দুনিয়ায় মুড়ি আর মিছরির তফাৎ ভুলেছে অনেকেই। তবুও কান্না পায়। রুমাল ভেজে। আবার রুমাল শুকিয়ে যায়। গিটার বাজে। তবুও শহরের সব নোংরামি সত্ত্বেও কলকাতা ছেড়ে থাকতে কষ্ট হয়।’

একই মঞ্চে অঞ্জন দত্ত ও তাঁর ছেলে নীল
একই মঞ্চে অঞ্জন দত্ত ও তাঁর ছেলে নীল

এদিকে বাংলাদেশে আসছেন ভারতের জনপ্রিয় গায়ক অঞ্জন দত্ত। এর আগে তিনি এখানে এসেছেন গান গাওয়ার জন্য। এবার আসছেন অভিনয়শিল্পী হয়ে। সবকিছু ঠিক থাকলে আগামী জুলাই মাসে ঢাকায় আসবেন তিনি। একটি মঞ্চনাটক নিয়ে আসবেন। নাম ‘সেলসম্যানের সংসার’। আগামী ৯ জুলাই বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে অঞ্জন দত্ত প্রোডাকশনসের এই নাটকের মঞ্চায়ন হবে। যুক্তরাষ্ট্রের বিখ্যাত নাট্যকার আর্থার মিলারের পুলিৎজার পুরস্কারজয়ী নাটক ‘ডেথ অব আ সেলসম্যান’ অবলম্বনে লেখা হয়েছে ‘সেলসম্যানের সংসার’ নাটকটি। এটি তৈরি করেছেন অঞ্জন দত্ত।

‘আমি আসব ফিরে’র (২০১৮) পর আবার নতুন ছবি পরিচালনা করছেন অঞ্জন দত্ত। তাঁর এবারের ছবি ‘মিউজিক্যাল ফুড’ ধাঁচের। খাবার আর গান—সব মিলিয়ে জীবনকে উদ্‌যাপন। ছবির নাম ‘সাহেবের কাটলেট’।

নতুন ছবি নিয়ে অঞ্জন দত্ত বলেন, ‘নিজেকে আবার একটু পাল্টাতে চাই। তবে অবশ্যই তার একটা মানে থাকবে। অনেকটাই আমার গানের মতো এই ছবি। আমার গানে যে ধরনের গল্প থাকে, তার কাছাকাছি।’ ছবিতে তিনি অভিনয় করবেন।