গুরুর সঙ্গে অ্যালবাম, উচ্ছ্বসিত শিষ্য

অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানে আঁখি হালদার ও রেজওয়ানা চৌধুরী বন্যা। ছবি: চ্যানেল আই থেকে নেওয়া
অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানে আঁখি হালদার ও রেজওয়ানা চৌধুরী বন্যা। ছবি: চ্যানেল আই থেকে নেওয়া

বয়স যখন ১৪, তখন থেকেই গুরু রেজওয়ানা চৌধুরী বন্যার সান্নিধ্য পান নতুন প্রজন্মের গায়িকা আঁখি হালদার। ১৯ বছর ধরে গান শেখার একপর্যায়ে সংগীতজীবনের অন্যতম একটি ঘটনা ঘটে যায়। তা হচ্ছে, গুরুর সঙ্গে প্রথম অ্যালবাম প্রকাশনা অনুষ্ঠান ভাগাভাগি করা। এতে ভীষণ উচ্ছ্বসিত ও রোমাঞ্চিত নতুন প্রজন্মের গায়িকা আঁখি হালদার। গুরু বন্যাও তাঁর শিষ্যের এমন সাফল্যে আনন্দিত। আজ রোববার দুপুরে চ্যানেল আইয়ে গুরু–শিষ্যের অ্যালবাম প্রকাশনা শেষে জানা গেল এমন প্রতিক্রিয়া।

রাজধানীর তেজগাঁওয়ের চ্যানেল আই কার্যালয়ের ৩ নম্বর স্টুডিওতে একসঙ্গে দুটি অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান হয়। রবীন্দ্রসংগীতের বরেণ্য শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার তিন কবির গান অ্যালবামের পাশাপাশি তাঁর শিক্ষার্থী আঁখি হালদারের রবীন্দ্রসংগীতের অ্যালবাম ‘তোমা পানে চাহি’ প্রকাশ করে ইমপ্রেস অডিও ভিশন। দুটি অ্যালবামের প্রকাশনা উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রযোজনা প্রতিষ্ঠান।

রেজওয়ানা চৌধুরী বন্যার অ্যালবামটি সাজানো হয়েছে অতুল প্রসাদ সেন, রজনীকান্ত সেন আর দ্বিজেন্দ্র লাল রায়ের গান নিয়ে। এই অ্যালবামের ১০টি গানের সংগীতায়োজন করেছেন প্রত্যুষ বন্ধ্যোপাধ্যায়। আঁখি হালদারের ‘তোমা পানে চাহি’ অ্যালবামের গানের সংগীতায়োজন করেছেন অমিত ব্যানার্জি।

রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘যেকোনো সৃষ্টিশীল মানুষ তাঁর সৃষ্টির মধ্যে আনন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করে যান। গুরুও তাঁর শিক্ষার্থীদের সুন্দরভাবে তৈরির চেষ্টা করেন। শিক্ষার্থীরা যখন ভালো গান গায়, সাফল্য পায়, লোকের প্রশংসা আদায় করে—তখন বিষয়টা অসম্ভব আনন্দের হয়। আজ আঁখির গানের সিডি প্রকাশিত হয়েছে, ও খুব ভালো গেয়েছে। আশা করছি শ্রোতারাও গানগুলো ভীষণ পছন্দ করবে। এই প্রাপ্তির জায়গাটা অন্য রকম।’

জীবনের প্রথম অ্যালবাম গুরুর সঙ্গে মিলিয়ে একই দিনে প্রকাশিত হওয়ার বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত আঁখি বলেন, ‘এই প্রাপ্তি কখনোই শেষ হবে না। এই যে শুরুটা হলো, আমি যেন এর মান রাখতে পারি। আমার বয়স ১৪ শেষ করে গুরুর কাছে এসেছি। এখনো তাঁর সান্নিধ্য পাচ্ছি। গুরুর কাছ থেকে আমি যে শুধু গান শিখেছি, তা কিন্তু না। তিনি নানাভাবে আমাকে গড়েছেন। রুচি, মূল্যবোধ, নীতি, নৈতিকতা, আদর্শ—সবই শিখিয়েছেন। সবকিছু মিলে তাঁর কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। আমি উপলব্ধি করেছি, গুরু ছাড়া আসলে জীবনে কিছুই হয় না। গুরুর সঙ্গে চিরকাল থাকতে চাই। তাঁর কাছ থেকে পাওয়া শিক্ষা অন্যদের মাঝে ছড়িয়ে দিতে চাই।’

আঁখি আরও বলেন, ‘সবার কাছে শুনেছি, প্রথম অ্যালবাম নিজের সন্তানের মতো। আজ সেটা উপলব্ধি করলাম। পরিবারের সমর্থন, নানা প্রতিকূলতার মধ্যে স্বামীর অনুপ্রেরণা আমাকে গানের ক্ষেত্রে সাহস জুগিয়েছে। এভাবে প্রথম অ্যালবাম প্রকাশনা, গুরু–শিষ্য পরম্পরা, এটা আমার জীবনের অনেক বড় পাওয়া।’

দুই অ্যালবামের মোড়ক উন্মোচনে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘ইমপ্রেস অডিও ভিশন এখনো সিডি বের করে যাচ্ছে। শিল্পীদের ভালোবাসার একটি জায়গা সিডি। ভালোবাসার জিনিসকে আমরা স্পর্শ করতে চাই। কয়েকটি গানের একটা সংগ্রহশালা হলো সিডি। এটাকে নিজের মতো করে যখন খুশি তখন বাজানো যায়। তিন কবির গান অ্যালবাম নিয়ে বন্যার মতো শিল্পী এখনো সিডি অ্যালবাম প্রকাশে আগ্রহ দেখায়, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। এ প্রজন্মের শিল্পী আঁখির মধ্যেও আগ্রহ দেখেছি।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুরের ধারা কলেজ অব মিউজিকের অধ্যক্ষ শফি আহমেদ, চলচ্চিত্র নির্মাতা সালাউদ্দিন জাকী, রবীন্দ্রসংগীতশিল্পী সাদি মহম্মদ, ফোয়াদ নাসের বাবু, গীতিকার কবির বকুল প্রমুখ।