এ টি এম শামসুজ্জামানকে আবার লাইফ সাপোর্ট

এ টি এম শামসুজ্জামান। ছবি: সংগৃহীত
এ টি এম শামসুজ্জামান। ছবি: সংগৃহীত

কয়েক দিন ধরে দেশবরেণ্য অভিনয়শিল্পী এ টি এম শামসুজ্জামানের শারীরিক অবস্থার উন্নতির খবর পাওয়া গেছে। স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছেন, গত শুক্রবার লাইফ সাপোর্টও খুলে দেওয়া হয়। এরপর মুখে স্বাভাবিক খাবার দেওয়া হয়েছে। আজ সোমবার সকালে হঠাৎ আবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর চিকিৎসকেরা দ্রুত তাঁকে লাইফ সাপোর্ট দেন। আজ প্রথম আলোকে জানিয়েছেন এ টি এম শামসুজ্জামানের স্ত্রী রুনি জামান।

এদিকে এ টি এম শামসুজ্জামানের মেয়ে কোয়েল আহমেদ বলেন, ‘আজ সকাল থেকেই বাবার শরীরটা আবার খারাপের দিকে যাচ্ছে। শরীরে ঠিকমতো অক্সিজেন পাচ্ছে না, তাই সকাল ১০টায় বাবাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে। সবাই বাবার জন্য দোয়া করবেন।’

দেশবরেণ্য অভিনয়শিল্পী এ টি এম শামসুজ্জামান রাজধানীর আসগর আলী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। অধ্যাপক রাকিব উদ্দিন তাঁর চিকিৎসা তত্ত্বাবধান করছেন।

আগেই জানানো হয়েছে, এই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে এ টি এম শামসুজ্জামানকে। শারীরিক অবস্থার অবনতি হলে গত মঙ্গলবার দুপুরে তাঁকে প্রথম লাইফ সাপোর্ট দেওয়া হয়।

৭৮ বছর বয়সী এ টি এম শামসুজ্জামান গত ২৬ এপ্রিল রাতে বাসায় অসুস্থ হয়ে পড়েন। তাঁর খুব শ্বাসকষ্ট হচ্ছিল। সেদিন রাত ১১টার দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন তাঁর শরীরে একটা অস্ত্রোপচার করা হয়। যদিও সফলভাবে অস্ত্রোপচার হয়, তারপরও বয়সের কারণে তাঁর শারীরিক কিছু সমস্যা দেখা হয়। ফুসফুসে সংক্রমণ দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়। তখন তাঁকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।

বার্ধক্যের কারণে অভিনয় থেকে দূরে থাকলেও মাঝেমধ্যেই শখের বশে অভিনয় করতে দেখা গেছে এ টি এম শামসুজ্জামানকে। তাঁর অভিনীত ‘আলফা’ ছবিটি সম্প্রতি মুক্তি পেয়েছে। নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত ছবিটি গত ২৬ এপ্রিল দেশের চারটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

এ টি এম শামসুজ্জামান বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা, পরিচালক, কাহিনিকার, চিত্রনাট্যকার, সংলাপ লেখক ও গল্পকার। অভিনয়ের জন্য কয়েকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শিল্পকলায় অবদানের জন্য তিনি ২০১৫ সালে একুশে পদক পেয়েছেন।