এবার দেখা দেননি অমিতাভ

অমিতাভ বচ্চন
অমিতাভ বচ্চন

৩৬ বছর ধরে রোববার ‘বলিউডের শাহেনশাহ’ অমিতাভ বচ্চনের ভক্তদের জন্য একটা বিশেষ দিন। বিশেষ দিন অমিতাভের জন্যও। সেদিন তাঁর বাংলো ‘জলসা’র উঠানে ভক্তদের স্বপ্ন সত্যি হয়। রুপালি পর্দার হিরোকে বাস্তবে দেখেন তাঁরা। দেখেন ‘শোলে’ (১৯৭৫) ছবিতে বন্ধু ভীরুকে বাঁচাতে গিয়ে সেই যে সবাইকে কাঁদিয়ে মারা গেল, সে আসলে মরেনি। শুধু দেখেনই না, কথাও বলেন। বড় পর্দার নায়কও সেদিন শুধু হাত নাড়িয়েই যবনিকা টানেন না, সময় নিয়ে ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন।

কিন্তু এত বছর পর গতকাল ভক্তরা দেখা পাননি তাঁদের প্রিয় অভিনেতার। সামাজিক যোগাযোগমাধ্যমের এই যুগে গতকাল রোববার বিকেলে হাতে টুইটার তুলে সবাইকে জানিয়ে দেন, রোববারে দেখা দিচ্ছেন না তিনি। সেখানে লিখেছেন, ‘ভক্ত আর শুভাকাঙ্ক্ষীরা, আজ সন্ধ্যায় জলসার উঠানে দেখা হচ্ছে না।’

এই টুইট দেখে অমিতাভ বচ্চনের ভক্তরা মনে করছেন, তাঁদের আশঙ্কা অমূলক নয়। অসুস্থ অমিতাভ বচ্চন। এখন পর্যন্ত সেই টুইটে ৫৫৫ জন মন্তব্য করেছেন। প্রায় সবাই সেখানে তাঁদের প্রিয় ‘অমিতজি’র ছবিসহ সুস্থতা কামনা করেছেন। বিশ্রাম নিতে বলেছেন। একজন তো অমিতাভ বচ্চনের ছবি প্রিন্ট করা চা-ভর্তি মগের ছবি দিয়ে লিখেছেন, ‘এই চা খেয়ে নিশ্চয়ই একটু ভালো বোধ হবে।’

প্রতি রোববার অমিতাভ বচ্চন ‘জলসা’র উঠানে দাঁড়িয়ে ভক্তদের সঙ্গে দেখা করেন
প্রতি রোববার অমিতাভ বচ্চন ‘জলসা’র উঠানে দাঁড়িয়ে ভক্তদের সঙ্গে দেখা করেন

রোববার তিনি যে শুধু ভক্তদের দেখা দেননি, তা-ই নয়, শুটিংয়েও যাননি। সারা দিন শুধু বিশ্রাম নিয়েছেন।

অমিতাভ বচ্চনকে সর্বশেষ দেখা গেছে শাহরুখ খান প্রযোজিত ও সুজয় ঘোষ পরিচালিত ‘বদলা’ ছবিতে। সেখানে তিনি সফল ব্যবসায়ী তাপসী পান্নুর আইনজীবীর চরিত্রে দুর্দান্ত অভিনয় করে জয় করেছেন কোটি ভক্তের হৃদয়। আর তাই মাত্র ১৫ কোটি টাকা দিয়ে বানানো ‘বদলা’ গত ১৮ মার্চ মুক্তির পর এখন পর্যন্ত আয় করেছে ২০৭ কোটি টাকা। ‘বদলা’ ২০১৯ সালের অন্যতম ব্যবসাসফল ছবি।

অমিতাভ বচ্চনকে সামনে দেখা যাবে অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে। এই ছবিতে আরও আছেন আলিয়া ভাট, রণবীর কাপুর, ডিম্পল কাপাডিয়া, নাগার্জুন, মৌনী রায়, দিব্যেন্দু শর্মা প্রমুখ। ২০২০ সালের গ্রীষ্মে ছবিটি মুক্তির কথা রয়েছে। ই টাইমস