নায়িকা যখন নির্দেশক

স্বাগতা। ছবি: আনন্দ
স্বাগতা। ছবি: আনন্দ

উৎসব চলছে। এর মধ্যে নতুন নাটক নিয়ে উৎসব ধরতে ব্যস্ত নাটকের দলগুলো। তেমনই একটি দলের দেখা মিলল মগবাজারের একটি ভবনে। মঙ্গলবার সন্ধ্যায় সেখানে চলছিল খ্যাতির বিড়ম্বনা নাটকের মহড়া।

যিনি নির্দেশনা দিচ্ছেন তিনি চেনা, অভিনেত্রী স্বাগতা। এটি মঞ্চে তাঁর প্রথম নির্দেশিত নাটক। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে খ্যাতির বিড়ম্বনা নাটকটি প্রসঙ্গে স্বাগতা বলেন, ‘আমার বাবা খোদা বক্স শানুর প্রতিষ্ঠিত “আনন্দম সংগীতাঙ্গন” গানের স্কুলটি আমরা চালু রেখেছি। সেখানে বাচ্চারা গান ও অভিনয় শিখছে। গানের ক্লাস নেন আমার ছোট বোন সভ্যতা। আমি অভিনয়ের ক্লাস নিচ্ছি। আমাদের স্কুল থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে খ্যাতির বিড়ম্বনা নাটকটি মঞ্চে প্রদর্শিত হবে। এখানে ৩ বছর থেকে শুরু করে ১১ বছরের শিল্পী রয়েছে।’

কাল শুক্রবার রাত আটটায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে নাটকটি দেখা যাবে।