নায়িকাকেন্দ্রিক ছবিতে দিশা

দিশা পাটানি।  ছবি: ইনস্টাগ্রাম
দিশা পাটানি। ছবি: ইনস্টাগ্রাম

দিশা এখন চণ্ডীগড়ে। নতুন ছবির শুটিংয়ে। দম ফেলার জো নেই। বলিউডের এই তরুণ অভিনেত্রী শুটিংয়ে থাকবেন, এটাই স্বাভাবিক। তবে এই ছবি নিয়ে কথা কেন? এর উত্তর দিলেন ছবির প্রযোজক। নায়ককেন্দ্রিক ছবির ভিড়ে এই ছবিটি হতে যাচ্ছে নায়িকাকেন্দ্রিক ছবি। দিশা পাটানিরও এটি নারীকেন্দ্রিক প্রথম ছবি। এর আগে নায়কদের কাঁধে ভর করেই যে সামনে এগিয়েছেন।

ছবির নাম কেটিনা। একজন পাঞ্জাবি তরুণীর চরিত্রে অভিনয় করছেন এই সুন্দরী। তরুণীর নাম টিনা। কিন্তু টিনা থেকে নাম পাল্টে করা হয় কেটিনা। জ্যোতিষবিদ্যায় বিশ্বাস করে টিনার পরিবার। জ্যোতিষের কথা অনুযায়ী টিনার নাম পাল্টানো হয়। তাতে নাকি মঙ্গল হবে। এমনই গল্প নিয়ে ছবির কাহিনি।

ছবির প্রযোজক একতা কাপুর বাজি ধরেছেন দিশাকে নিয়ে। যেহেতু দিশাই পুরো ছবিটিকে টেনে নেবেন, তাই তাঁর ওপরেই ভরসা প্রযোজকের।

একতা বলেন, ‘দিশাকে তরুণেরা দারুণভাবে পছন্দ করে। আমি ওকে ছাড়া এমন একটি স্পর্শকাতর ও সরল চরিত্র করার মতো কোনো অভিনেত্রীকেই ভাবতে পারছি না। আরেকটু বলে রাখি, দিশার আগ্রহ আমাকে আরও বেশি রোমাঞ্চিত করে তুলেছে।’

একতা কাপুরের বালাজি মোশন পিকচার্সের ব্যানারে তৈরি হচ্ছে ছবিটি। একতা তাঁর ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে জানিয়ে দিলেন এই ছবির খবর। অনেকেই মনে করছেন, ছবির গল্প নাকি একতা কাপুরের নিজের জীবন থেকে উজ্জীবিত। একতা বলেন, ‘যদি আমরা তথাকথিত পুরুষকেন্দ্রিক ছবিগুলোকে রেগুলার ছবি বলি, তবে সেখানে নারী চরিত্রটিকে ছোট করে রাখব কেন? সামনে দিশাকে কেন্দ্রীয় চরিত্র দিয়েই কমেডি নিয়ে আসছি।’

সবশেষ ভারত ছবিতে সালমান খানের সঙ্গে পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন দিশা। কেটিনা ছাড়াও দিশার হাতে আছে মোহিত সুরির মালাং ছবিটি। সেখানে দেখা যাবে আদিত্য রায় কাপুর, অনিল কাপুর ও কুনাল খেমুকে। ডিএনএ