আন্তর্জাতিক উত্সব থেকে 'চন্দ্রাবতী কথা'র যাত্রা

চন্দ্রাবতী কথা চলচ্চিত্রের দৃশ্য।  ছবি: সংগৃহীত
চন্দ্রাবতী কথা চলচ্চিত্রের দৃশ্য। ছবি: সংগৃহীত

ভারতের কলকাতায় বসছে ২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব ২০১৯। ৮ থেকে ১৩ নভেম্বরের ওই উত্সবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চন্দ্রাবতী’ কথা ছবিটির। ‘এশিয়ান সিলেক্ট’ শাখার নেটপ্যাক শীর্ষক পুরস্কারের প্রতিযোগী বিভাগে দেখানো হবে ছবিটি।

ছবিটির পরিচালক এন রাশেদ চৌধুরী বলেন, ৯ নভেম্বর বিকেল ৩টা ১৫ মিনিটে রবীন্দ্রসদনে ছবিটির প্রথম শো। দ্বিতীয় শো ১৩ নভেম্বর বিকেল ৩টায় অজন্তা সিনেমা হলে। এ ছাড়া ১৯ থেকে ২৩ নভেম্বর ইন্দোনেশিয়ার যোগ জাকার্তা শহরে বসছে জগজা নেটপ্যাক এশিয়ান ফিল্ম ভেস্টিভ্যাল। উত্সবে বাংলাদেশি সিনেমার শতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান উদযাপনে ফোকাস অন বেঙ্গলি সিনেমা শাখায় প্রদর্শিত হবে চন্দ্রাবতী কথা।

চন্দ্রাবতী কথা এন রাশেদ চৌধুরীর প্রথম চলচ্চিত্র। ২০১৩-১৪ অর্থবছরে অনুদান পায় ছবিটি। এরপর বেঙ্গল ক্রিয়েশনস্ ছবিটির সঙ্গে সহপ্রযোজক হিসেবে যুক্ত হয়। ময়মনসিংহ গীতিকা অবলম্বনে ষোড়শ শতকের প্রেক্ষাপটে ছবিটির চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই। প্রায় দুই বছর ধরে ময়মনসিংহ, নেত্রকোনা ও কিশোরগঞ্জর জেলার বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং শেষ হয়। এতে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, মিতা রহমান, কাজী নওশাবা, দোয়েল, গাজী রাকায়েত, আরমান পারভেজ মুরাদ, জয়িতা মহলানবিশ প্রমুখ। সেন্সর সনদ পাওয়ার পর আগামী বছরের জানুয়ারি মাসে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির সম্ভাবনা আছে।