'গণ্ডি'র কাজ শেষের দিকে, সংগীতে দেবজ্যোতি মিশ্র

দেবজ্যোতি মিশ্র।  ছবি: প্রথম আলো
দেবজ্যোতি মিশ্র। ছবি: প্রথম আলো

নির্মাতা ফাখরুল আরেফীন খানের ‘গণ্ডি’ চলচ্চিত্রের কাজ শেষের দিকে। চলছে সম্পাদনা। ডাবিংও শেষ। জানা গেল, এ ছবির সঙ্গে যুক্ত হয়েছেন পশ্চিমবঙ্গের সংগীত ব্যক্তিত্ব দেবজ্যোতি মিশ্র। আবহসংগীতের পাশাপাশি একটি গানেরও সংগীত পরিচালনা করবেন তিনি।

দেবজ্যোতি মিশ্র বলেন, ‘ছবিটির বিষয় ভালো। গত বছরের শেষের দিকে পরিচালক ফাখরুল আরেফীন খান এই ছবির গল্পটি আমার সঙ্গে শেয়ার করেন। তাঁর মুখে গল্পটি শুনেই ছবির আবহসংগীত পরিচালনায় রাজি হয়েছি।’

ছবিটির নির্মাতা বলেন, ‘এই সিনেমার গল্পে পাশ্চাত্য ও প্রাচ্য—দুই দিকের ঘটনা আছে। সে কারণেই আমি চিন্তা করছিলাম দেবজ্যোতি মিশ্রর কথা, যিনি প্রাচ্য ও পাশ্চাত্য—দুই ঘরানার সংগীত নিয়েই কাজ করেন।’

‘গণ্ডি’ চলচ্চিত্রের কাহিনি ৫৫ ও ৬৫ বছর বয়সী দুজন নারী-পুরুষের গল্প নিয়ে। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের ফেলুদাখ্যাত সব্যসাচী চক্রবর্তী ও বাংলাদেশের সুবর্ণা মুস্তাফা। এ ছাড়া আছেন শুভাশীষ ভৌমিক, মাজনুন মিজান, অপর্ণা ঘোষ, আমান রেজা, পশ্চিমবঙ্গের পায়েল মুখার্জিসহ অনেকে। ছবিটির দৃশ্য ধারণ হয়েছে ঢাকা, কক্সবাজার ও লন্ডনের বেশ কয়েকটি স্থানে।