৯ সিনেমা নিয়ে নির্ঝর

এনামুল করিম নির্ঝর।   ছবি: সংগৃহীত
এনামুল করিম নির্ঝর। ছবি: সংগৃহীত

নতুন ছবি নিয়ে আগাম কিছুই জানালেন না। জানানো হয়নি ছবির মহরত কিংবা শুটিংয়ের দিনক্ষণও। ছবির যাবতীয় শুটিং সংবাদকর্মী ও অতিথিদের ডেকে টিজার দেখিয়ে এনামুল করিম নির্ঝর জানালেন তাঁর নতুন ছবির খবর। সবাইকে অবাক করে দিলেন একসঙ্গে নয়টি সিনেমার খবর জানিয়ে। শুক্রবার রাতে ঢাকার গুলশানের একটি রেস্তোরাঁয় নতুন ছবিগুলো সম্পর্কে জানান তিনি।

২০০৭ সালে এনামুল করিম নির্ঝর বানান ‘আহা!’। এরপর নির্মাণ করেন ‘নমুনা’। সেটি এখনো মুক্তি পায়নি। প্রথম ছবির মুক্তির হিসাব ধরলে এক যুগ পার হতে চলল। জানালেন, একসঙ্গে ৯টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে হাজির হচ্ছেন ২০২১ সালে!

নির্ঝর বলেন, ‘সবগুলো ছবির নামই ব আদ্যক্ষরে। তিনি মনে করেন, ব-তে বাংলাদেশ, ব-তে বঙ্গবন্ধু। নামগুলো এমন—‘ব্যাপার’, ‘বুদবুদ’, ‘বাকবাকুম’, ‘বগল’, ‘বেলুন’, ‘বিষে ২০’, ‘বালিশ’, ‘বয়স’, ‘বাজনা’ ও ‘বিবাহ’। এর মধ্যে প্রথম ছবিটির শুটিং শেষ, কিছুদিনের মধ্যে সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেবেন। বাকিগুলোর কাজও অনেকটাই এগিয়ে নিয়েছেন। নির্ঝর বাকি আট ছবির শুটিং শেষ করতে চান ২০২০ সালের মধ্যে, পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হবে ২০২১ সালে।’

ছবির শুটিং শুরুর ব্যাপারটি সাধারণত বেশ ঘটা করে জানানো হয় পরিচালক ও প্রযোজকের পক্ষ থেকে। নির্ঝর তাঁর ছবিগুলোর কাজের ক্ষেত্রে একেবারে উল্টোপথে হেঁটেছেন। নীরবেই ছবির কাজ সেরে নিয়েছেন। এ পথে হাঁটার কারণ হিসেবে নির্ঝর বলেন, ‘আমার এই ছবির সঙ্গে যাঁরা আছেন, তাঁরা সবাই একেবারে তরুণ। যখন শুটিংয়ের শুরুতেই বেশ বাদ্যবাজনা করব, তখন সবার কনসেনট্রেশন অন্যদিকে চলে যাবে। এতে নানা রকম বিশৃঙ্খলা তৈরি হবে। তাই আমার মতো করেই কাজগুলো করছি।’