করোনার দিনগুলোতে ইনস্টাগ্রাম
হলিউড, বলিউডসহ অসংখ্য তারকাই কোভিড–১৯–এর এই বৈশ্বিক মহামারিতে নিজেদের রেখেছেন স্বেচ্ছা কোয়ারেন্টিনে। সেখানে তাঁরা কী করছেন? না, তা জানতে তাঁদের ঘরে ঢুঁ দেওয়ার প্রয়োজন নেই। তাঁদের ইনস্টাগ্রামে একবার উঁকি দিলেই জানা যাবে। কারণ, আর যা-ই করেন না কেন, ‘ইনস্টাগ্রামিং’ করতে ভুল হচ্ছে না। সে রকমই কয়েকটি ছবি নিয়ে এই আয়োজন।
১ / ৯

২ / ৯

৩ / ৯

৪ / ৯

৫ / ৯

৬ / ৯

৭ / ৯

৮ / ৯

৯ / ৯
