আজ গান শোনাবেন স্বরলিপি

তানজিনা করিম স্বরলিপি।  ছবি: সংগৃহীত
তানজিনা করিম স্বরলিপি। ছবি: সংগৃহীত

আজ রাতে ঘরে বসে গান শোনাবেন তানজিনা করিম স্বরলিপি। প্রথম আলোর করোনাকালের আয়োজন 'ঘরে বসে শোনাব গান' অনুষ্ঠানে বেশ কয়েকটি বাংলা গান শোনাবেন তিনি। আজ রাত ১০টা ৩০ মিনিটে প্রথম আলোর ফেসবুক লাইভে তাঁর গান উপভোগ করা যাবে।

করোনা মহামারিতে বিশ্বব্যাপী ঘরের ভেতর দিন কাটাচ্ছেন মানুষ। তাঁদের বিষণ্নতা দূর করতে পারে ভালো গান। এ উদ্দেশ্যে প্রথম আলো আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান 'ঘরে বসে শোনাব গান'। নিজ নিজ ঘরে বসে গান গেয়ে শ্রোতাদের মন ভালো করছেন বাংলাদেশের শিল্পীরা। স্বরলিপি শোনাবেন লতা মঙ্গেশকরের 'দূরে আকাশ শামিয়ানা', হৈমন্তী শুক্লার 'ঠিকানা না রেখে ভালোই করেছ', মিতালী মুখার্জির 'কেন আশা বেঁধে রাখি' ও 'সুখ পাখিরে' গানগুলো। পশ্চিমবঙ্গের টিভি চ‍্যানেল জি বাংলার রিয়েলিটি শো সারেগামাপার ২০১২-১৩ সালের প্রতিযোগী ছিলেন তিনি। বাংলা চলচ্চিত্রে ইতিমধ্যে গেয়েছেন ৪০টির বেশি গান। তিনি বলেন, 'নিজের অনেক মৌলিক গান থাকলেও শ্রোতাদের ভালো লাগার কথা মাথায় রেখে পূর্বসূরিদের গানগুলোই এ অনুষ্ঠানের জন‍্য বেছে নিয়েছি।'

'ঘরে বসে শোনাব গান' অনুষ্ঠানে ইতিমধ্যে গান করেছেন শিল্পী তানভির আলম সজীব, রাহুল আনন্দ, প্রিয়াঙ্কা গোপ, কনক আদিত্য, ইমরান, কোনাল, পিন্টু ঘোষ, পুলক, পারভেজ, ঐশী, কিশোর, দিনাত জাহান মুন্নী, এস আই টুটুল, অদিতি মহসিন, বেলাল খান, সাব্বির, রন্টি দাস, হায়দার হোসেন, ডিরকস্টার শুভ, হৈমন্তী রক্ষিত দাশ, ইউসুফ আহমেদ খান, আনুশেহ আনাদিল, ফিডব্যাক, দুই ভাই হৃদয় ও প্রত্যয় খান, সমরজিৎ রায়, মেহরাব, ইউসুফ, শান, তপন চৌধুরী, ওয়ারদা আশরাফ, মুহিন খান, লাবিক কামাল গৌরব, অনিমা রায়, রাজীব, রাকিবা ইসলাম ঐশি, অপু আমান ও অভিনেতা চঞ্চল চৌধুরী। ফেসবুক লাইভের পর এ অনুষ্ঠান দেখা যাবে প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।