সেই শীর্ষ ছয় আলোকচিত্র

প্রতিবছর এই সময়টিতেই বিশ্ব সংবাদমাধ্যমের সঙ্গে জড়িত ব্যক্তিরা তাকিয়ে থাকেন নেদারল্যান্ডসভিত্তিক ওয়ার্ল্ড প্রেস ফটো ফাউন্ডেশনের দিকে। এ সময়ই ঘোষণা করা হয় কারা পেলেন ফটোসাংবাদিকতার সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মাননা—ওয়ার্ল্ড প্রেস ফটো পুরস্কার। এ বছর কিছুটা ব্যতিক্রম হয়েছে। ওয়ার্ল্ড প্রেস ফটো ফাউন্ডেশন বিজয়ীদের নাম ঘোষণার আগে ঘোষণা করল মনোনয়ন প্রাপ্তদের নাম। এবার ৮টি বিভাগে ২২ দেশের মোট ৪২ জন এ পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন। ‘ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্য ইয়ার’ পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছে ৬টি ছবি। সে ৬টি ছবি এবং ছবির গল্প তুলে ধরা হলো।

অস্ট্রেলিয়ার আলোকচিত্রী প্যাট্রিক ব্রাউনের তোলা এই ছবিটির গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশের কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকত থেকে তোলা। মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নৌকাডুবির ঘটনা ঘটে। দুর্ঘটনায় মারা যায় এই রোহিঙ্গা শিশুরা। ছবি: প্যাট্রিক ব্রাউন
অস্ট্রেলিয়ার আলোকচিত্রী প্যাট্রিক ব্রাউনের তোলা এই ছবিটির গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশের কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকত থেকে তোলা। মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নৌকাডুবির ঘটনা ঘটে। দুর্ঘটনায় মারা যায় এই রোহিঙ্গা শিশুরা। ছবি: প্যাট্রিক ব্রাউন
নাইজেরিয়ার সন্ত্রাসী সংগঠন—বোকো হারামের সদস্যরা এই কিশোরী আয়েশাকে অপহরণ করেছিল। আয়েশাকে দিয়ে আত্মঘাতী বোমা হামলা করার মিশনেও পাঠানো হয়। কিন্তু কোনোভাবে সেখান থেকে পালিয়ে যেতে সফল হয় সে। মার্কিন আলোকচিত্রী অ্যাডাম ফার্গুসন গত বছরের সেপ্টেম্বরে নাইজেরিয়া থেকে আয়েশার এই পোর্ট্রেটটি তুলেছেন। ছবি: অ্যাডাম ফার্গুসন
নাইজেরিয়ার সন্ত্রাসী সংগঠন—বোকো হারামের সদস্যরা এই কিশোরী আয়েশাকে অপহরণ করেছিল। আয়েশাকে দিয়ে আত্মঘাতী বোমা হামলা করার মিশনেও পাঠানো হয়। কিন্তু কোনোভাবে সেখান থেকে পালিয়ে যেতে সফল হয় সে। মার্কিন আলোকচিত্রী অ্যাডাম ফার্গুসন গত বছরের সেপ্টেম্বরে নাইজেরিয়া থেকে আয়েশার এই পোর্ট্রেটটি তুলেছেন। ছবি: অ্যাডাম ফার্গুসন
গত বছরের মার্চে লন্ডনের ওয়েস্টমিনস্টার ব্রিজে সন্ত্রাসী হামলা হয়। পথচারীদের ওপর অকস্মাৎ গাড়ি উঠিয়ে দিয়ে পাঁচজনকে হত্যা করা হয়। সে সময় সেখানে পৌঁছান ব্রিটিশ ফটোসাংবাদিক টবি মেলভিল। এটি হামলায় আহত একজনের ছবি। ছবি: টবি মেলভিল
গত বছরের মার্চে লন্ডনের ওয়েস্টমিনস্টার ব্রিজে সন্ত্রাসী হামলা হয়। পথচারীদের ওপর অকস্মাৎ গাড়ি উঠিয়ে দিয়ে পাঁচজনকে হত্যা করা হয়। সে সময় সেখানে পৌঁছান ব্রিটিশ ফটোসাংবাদিক টবি মেলভিল। এটি হামলায় আহত একজনের ছবি। ছবি: টবি মেলভিল
গত বছরের মার্চে ছবিটি ইরাকের মসুল থেকে তুলেছেন আইরিশ আলোকচিত্রী আইভর প্রিকেট। ত্রাণসামগ্রীর জন্য যুদ্ধে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সারি। ছবি: আইভর প্রিকেট
গত বছরের মার্চে ছবিটি ইরাকের মসুল থেকে তুলেছেন আইরিশ আলোকচিত্রী আইভর প্রিকেট। ত্রাণসামগ্রীর জন্য যুদ্ধে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সারি। ছবি: আইভর প্রিকেট
আইভর প্রিকেটের আরও একটি ছবি। আইএসের নিয়ন্ত্রণ থেকে উদ্ধার হওয়া বিধ্বস্ত মসুল শহর। সেখান থেকেই উদ্ধার করা হয় এই অজ্ঞাত শিশুটিকে। ধারণা করা হয়, শিশুটি হয়তো কোনো জঙ্গির সন্তান। ছবি: আইভর প্রিকেট
আইভর প্রিকেটের আরও একটি ছবি। আইএসের নিয়ন্ত্রণ থেকে উদ্ধার হওয়া বিধ্বস্ত মসুল শহর। সেখান থেকেই উদ্ধার করা হয় এই অজ্ঞাত শিশুটিকে। ধারণা করা হয়, শিশুটি হয়তো কোনো জঙ্গির সন্তান। ছবি: আইভর প্রিকেট