নগ্ন ব্যক্তিদের জন্য উন্মুক্ত প্যারিসের আর্ট গ্যালারি

পালে দো টোকিও। ছবি: সংগৃহীত
পালে দো টোকিও। ছবি: সংগৃহীত

শিল্প ও চিত্রকর্মপ্রেমী নগ্নতাবাদীদের জন্য দ্বার খুলে দিয়েছে প্যারিসের একটি জাদুঘর—পালে দো টোকিও। গত শনিবার প্রথমবারের মতো জাদুঘরের একটি গ্যালারি নগ্ন ব্যক্তিদের জন্য খুলে দেওয়া হয়। পোশাক পরা ব্যক্তিরা শিল্প জাদুঘরটিতে প্রবেশের আগে তাঁদের এই সুযোগ দেওয়া হয়।

বিবিসি অনলাইন ও রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, শনিবার প্রথমবারের মতো গ্যালারি খুলে দেওয়ার পর ১৬১ জন নগ্নতাবাদী গ্যালারিতে প্রদর্শিত ছবি উপভোগ করেন। পোশাক খুলে রাখার নির্ধারিত স্থানে পোশাক রেখে তাঁরা গ্যালারিতে প্রদর্শিত শিল্পকর্ম দেখার সুযোগ পান।

প্যারিসের নগ্নতাবাদী সংগঠনগুলো এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।

গত বছর নগ্নতাবাদীদের জন্য প্যারিসের বোয়া দো ভেনসেন পার্কের একটি অংশ সংরক্ষিত করা হয়।

পালে দো টোকিও। ছবি: সংগৃহীত
পালে দো টোকিও। ছবি: সংগৃহীত

দ্য প্যারিস নুডিস্ট অ্যাসোসিয়েশনের পরিচালক জুলিয়েন ক্লদ-পেনেগ্রি বলেন, দিনে দিনে মানসিকতার পরিবর্তন হচ্ছে। নগ্নতাবাদীরা সমাজের বিধিনিষেধ-ট্যাবু ভেঙে প্রতিবন্ধকতা ডিঙিয়ে এগিয়ে আসছেন। তিনি জানান, শুধু প্যারিসেই এই সংগঠনের অনুসারী আছেন ৮৮ হাজার। আর ফ্রান্সে ২৬ লাখ মানুষ নগ্নবাদিতার চর্চা করেন।

স্থানীয় এক পত্রিকায় ‘আদম ও ইভের পোশাকে’ নারী-পুরুষের গ্যালারিতে প্রবেশকে বড় সাফল্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

নগ্নতাবাদীদের দলের সঙ্গে আসা এক ব্যক্তি জানান, গ্যালারিতে দারুণ একটি পরিবেশ ছিল।

এই দলের মার্তা নামের এক তরুণী শিক্ষার্থী বলেন, ভাস্কর্যগুলোর সঙ্গে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত হওয়া গেছে। কিছু কিছু কক্ষে সংগীত বাজছিল, এর মধ্যে লোকজন হাঁটছিলেন, মনে হচ্ছিল যেন তাঁরা নেচে চলেছেন।