ইসরায়েলবিরোধী বলে অভিযোগ তুলে এইচআরডব্লিউর কর্মীকে চলে যাওয়ার নির্দেশ

ইসরায়েল থেকে এইচআরডব্লিউয়ের বহিষ্কৃত কর্মী ওমর শাকির। ছবি: এএফপি
ইসরায়েল থেকে এইচআরডব্লিউয়ের বহিষ্কৃত কর্মী ওমর শাকির। ছবি: এএফপি

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) এক জ্যেষ্ঠ কর্মীকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এইচআরডব্লিউর কর্মী ওমর শাকিরকে দুই সপ্তাহের মধ্যে দেশ ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়।

ইসরায়েলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, মার্কিন নাগরিক শাকির ইসরায়েলকে বয়কট করার এ আন্দোলনে সমর্থন করেছেন। আর এ জন্য তাঁর দেশটিতে থাকার অনুমতি কেড়ে নেওয়া হয়েছে।

তবে নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠনটি বলছে, এইচআরডব্লিউ বা শাকির কেউই ইসরায়েলের বিরুদ্ধে কোনো আন্দোলনকে সমর্থন করেনি।

এইচআরডব্লিউর উপনির্বাহী পরিচালক ইয়াইন লিভাইন বলেছেন, ইসরায়েলের এ সিদ্ধান্ত শুধু শাকিরকে নয়, এইচআরডব্লিউকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা মাত্র। এর ফলে ইসরায়েলের মানুষের কথা বলার অধিকার খর্ব করা হয়েছে।

ইসরায়েল গত বছর এইচআরডব্লিউর কর্মী শাকিরকে দেশে কাজের অনুমতি দেয়নি। পরে মার্কিন সমালোচনার মুখে এক বছরের ভিসা দেয়।

গত সোমবার ইসরায়েলের স্বরাষ্ট্র দপ্তর এক চিঠিতে শাকিরকে বিডিএস নামের আন্দোলনের কর্মী হিসেবে অভিহিত করে। ওই আন্দোলনে ফিলিস্তিনি নীতির জন্য ইসরায়েলকে সব ক্ষেত্রে বয়কটের আহ্বান জানানো হয়।

ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী আরিয়ে ডেরি গত মঙ্গলবার শাকিরের বিরুদ্ধে ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগ করেন। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করে ইসরায়েলের আদালতে দ্বারস্থ হওয়ার সিদ্ধান্তের কথা জানায়।

মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শাকিরকে বহিষ্কারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে।