মা আমার দেখা অনেক ভারতীয়র চেয়ে বেশি ভারতীয়: রাহুল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মনে করিয়ে দিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, ‘আমার মা আমার দেখা অনেক ভারতীয়র চেয়ে বেশি ভারতীয়। এ দেশের জন্য তিনি আত্মত্যাগ করেছেন। অনেক যাতনাও সহ্য করেছেন।’

দক্ষিণ ভারতীয় রাজ্য কর্ণাটকের বিধানসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে রাহুল এ কথা বলেন। প্রচারের সময় নরেন্দ্র মোদি তাঁর বিরুদ্ধে ব্যক্তিগত যেসব আক্রমণ করেছেন, সে বিষয়ে প্রশ্ন করা হলে রাহুল এই জবাব দেন।

সোনিয়া গান্ধীর বিদেশিনী চরিত্র ও রাহুলের ‘অপরিণামদর্শিতা’ সম্পর্কে মোদি যেসব কথা বলেছেন, সেই পরিপ্রেক্ষিতে রাহুলকে প্রশ্ন করা হলে সোনিয়া সম্পর্কে রাহুল এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘হ্যাঁ, আমার মা জন্মসূত্রে ইতালীয়। কিন্তু জীবনের এক বড় অংশ তিনি ভারতে থেকেছেন। এ দেশের জন্য তিনি অনেক ত্যাগস্বীকার করেছেন। অনেক যন্ত্রণা ভোগ করেছেন। আমার দেখা অনেক ভারতীয়র চেয়ে আমার মা অনেক বেশি ভারতীয়।’

কর্ণাটক বিধানসভার ভোট আগামী শনিবার। বৃহস্পতিবারই ছিল প্রচারের শেষ দিন। বিজেপির ৫০ জন নেতা যখন কর্ণাটকে রোড শোয়ে ব্যস্ত, রাহুল তখন বেঙ্গালুরুতে সংবাদ সম্মেলন ডাকেন। তাঁকে উদ্দেশ করে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আক্রমণের প্রসঙ্গ তোলা হলে রাহুল বলেন, ‘প্রধানমন্ত্রী মানুষ হিসেবে কেমন তা এসব মন্তব্যের মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছেন। এসব মন্তব্যই তাঁর পরিচয়। উনি এ ধরনের কথাবার্তা বলছেন দেখে আমি খুশি। তার যদি এসব বলে ভালো লাগে তো লাগুক। ওনাকে স্বাগত। ভালো থাকুন।’

রাহুল প্রধানমন্ত্রিত্ব গ্রহণে প্রস্তুত বলার পর নরেন্দ্র মোদি তাঁকে নানাভাবে আক্রমণ করেছেন। রাহুলকে ‘বালখিল্য’ ও ‘নামদার’ বলে কটাক্ষ করেছেন। এমন মানুষকে দেশবাসী প্রধানমন্ত্রী হিসেবে মানবে কি না, সে প্রশ্ন তুলেছেন এবং সোনিয়ার বিদেশিনী চরিত্র নতুন করে তুলে ধরেছেন।
রাহুল এর জবাবে বলেছেন, ‘এই ভোট রাহুলকে নিয়ে নয়। এই ভোটের গুরুত্ব অনেক বেশি।’ এরপরেই রাহুল বলেন, ‘প্রধানমন্ত্রীকে আমি চিনে গেছি। বুঝেও গেছি। তাঁর মোকাবিলা কীভাবে করতে হয়, তা-ও জেনে গেছি। দেখেছি, যখনই তিনি সোজাসাপ্টা উত্তর দিতে পারেন না, তখনই ব্যক্তিগত স্তরে আক্রমণ করতে থাকেন।’ গৌতম বুদ্ধর একটি গল্প মনে করিয়ে দিয়ে রাহুল বলেন, ‘এক ক্রুদ্ধ মানুষের কথার জবাব না দিয়ে বুদ্ধদেব তাঁর শিষ্যকে বলেছিলেন, উনি আমাকে ক্রোধ উপহার দিতে চেয়েছিলেন। আমি তা চাইনি। গ্রহণও করিনি।’ রাহুল বলেন, ‘প্রধানমন্ত্রী ক্রুদ্ধ। সবার ওপরেই উনি রেগে রয়েছেন। আমার ওপরও। কারণ, আমাকে উনি ভয় পাচ্ছেন। আমার মধ্যে নিজের বিপদ দেখছেন। কংগ্রেসকে বিজেপি ভয় পাচ্ছে। এটা তাঁর সমস্যা। আমার নয়। আমার সমস্যা হলো, কী করে এই দেশের মানুষের উপকার করা যায়।’