মালয়েশিয়া ভুয়া খবর আইন পর্যালোচনা করবে, কিন্তু বাতিল করবে না

মাহাথির মোহাম্মদ
মাহাথির মোহাম্মদ

ভোটে জিতেই নিজের অবস্থান থেকে সরে এলেন মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। বলছেন, গণমাধ্যমের স্বাধীনতা ও বাক্‌স্বাধীনতার একটা ‘সীমা’ থাকা উচিত। নির্বাচনী প্রচারের সময়ে মাহাথির ওয়াদা করেছিলেন, ক্ষমতায় এলে তিনি আগের সরকারের করা বিতর্কিত ভুয়া খবরবিরোধী আইনটি বাতিল করবেন। আর এখন এ আইনের নতুন সংজ্ঞা দেওয়ার কথা বলছেন। খবর বিবিসির। 

গত সপ্তাহের নির্বাচনের ঠিক আগে প্রবর্তিত এ আইন বাক্‌স্বাধীনতা খর্বকারী বলে সমালোচিত হয়।
সে সময় মাহাথিরও আইনটির লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিলেন।