বিক্ষোভে উত্তাল গাজা

জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস খোলাকে কেন্দ্র করে ফিলিস্তিনিদের বিক্ষোভ দমনে ইসরায়েলি সেনারা গুলি চালিয়েছে। সেনাবাহিনীর গুলিতে আজ সোমবার গাজায় অন্তত ৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই সংখ্যা আরও বাড়তে বাড়ে। বিবিসি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলছে, নিহত ফিলিস্তিনিদের মধ্যে শিশুও রয়েছে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ১ হাজার ৩০০ জনের বেশি ফিলিস্তিনি আহত হন। এই ঘটনায় ইসরায়েল-গাজা সীমান্ত রণক্ষেত্রে পরিণত হয়। এই পরিস্থিতির মধ্যেই জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস উদ্বোধন করা হয়েছে। ছবিগুলো সোমবারের।

১ / ৭
টায়ার পুড়িয়ে বিক্ষোভ করছেন ফিলিস্তিনি আন্দোলনকারীরা। ছবি: রয়টার্স
টায়ার পুড়িয়ে বিক্ষোভ করছেন ফিলিস্তিনি আন্দোলনকারীরা। ছবি: রয়টার্স
২ / ৭
জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থানান্তরের বিরুদ্ধে বিক্ষোভ প্রকাশ করছে আন্দোলনকারীরা। ছবি: রয়টার্স
জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থানান্তরের বিরুদ্ধে বিক্ষোভ প্রকাশ করছে আন্দোলনকারীরা। ছবি: রয়টার্স
৩ / ৭
এক ফিলিস্তিনি আন্দোলনকারী, কপালে প্যাঁচানো গুলতি। ছবি: রয়টার্স
এক ফিলিস্তিনি আন্দোলনকারী, কপালে প্যাঁচানো গুলতি। ছবি: রয়টার্স
৪ / ৭
আন্দোলনকারীদের দিকে গুলি ও কাঁদানে গ্যাস ছোড়া হয়। ছবি: রয়টার্স
আন্দোলনকারীদের দিকে গুলি ও কাঁদানে গ্যাস ছোড়া হয়। ছবি: রয়টার্স
৫ / ৭
ধোঁয়ার মধ্যে ফিলিস্তিনের পতাকা হাতে এক আন্দোলনকারী। ছবি: রয়টার্স
ধোঁয়ার মধ্যে ফিলিস্তিনের পতাকা হাতে এক আন্দোলনকারী। ছবি: রয়টার্স
৬ / ৭
ইসরায়েলি সেনাদের দিকে পাথর ছুড়ছেন একজন। ছবি: রয়টার্স
ইসরায়েলি সেনাদের দিকে পাথর ছুড়ছেন একজন। ছবি: রয়টার্স
৭ / ৭
ইসরায়েলি সেনারা গুলিতে নিহত ভাইয়ের মরদেহ নিয়ে কান্নায় ভেঙে পড়েন এক ফিলিস্তিনি। ছবি: রয়টার্স
ইসরায়েলি সেনারা গুলিতে নিহত ভাইয়ের মরদেহ নিয়ে কান্নায় ভেঙে পড়েন এক ফিলিস্তিনি। ছবি: রয়টার্স