ত্রিপুরায় প্রবল বর্ষণে বন্যা, বিস্তীর্ণ এলাকা প্লাবিত

প্রবল বর্ষণে উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের বিস্তীর্ণ এলাকা পানিতে ডুবে গেছে। এখন পর্যন্ত চারজনের মৃত্যুসংবাদ পাওয়া গেছে। আজ শুক্রবার পরিস্থিতি মোকাবিলায় মাঠে নেমেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

আবহাওয়া বিভাগ বলছে, গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ বেলা সাড়ে ১১টা পর্যন্ত (স্থানীয় সময়) ২৫৪ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদেরা বলছেন, প্রাক-বর্ষার বৃষ্টি এটি। বিহার থেকে বঙ্গোপসাগর পর্যন্ত সৃষ্ট নিম্নচাপের কারণে এই বৃষ্টি হচ্ছে।

প্রবল বর্ষণে নাজেহাল ত্রিপুরার মানুষ। রাজ্যের সুবল সিং এলাকায় বাড়ি ধসে একই পরিবারের তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া আরও একজন মারা গেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রাজধানী আগরতলায় মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনেও পানি উঠছে। শহরের মূল বাণিজ্যিক এলাকা শকুন্তলা রোড, ওরিয়েন্ট চৌমুহনী, আরএমএস চৌমুহনী, বনপালীপুরসহ কয়েকটি এলাকায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।

পরিস্থিতি খতিয়ে দেখতে আজ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নিজেই মাঠে নামেন। কথা বলেন পানিবন্দী শহরবাসীর সঙ্গে। প্রতিশ্রুতি দেন এক বছরের মধ্যে পরিস্থিতির উন্নয়নে কাজ করবে তাঁর সরকার। তিনি জানান, রাজধানীর পানিনিষ্কাশন-ব্যবস্থার উন্নয়নে গতকালই সাত কোটি রুপি অনুমোদন করেছেন সরকার।

পরে সাংবাদিকদের বিপ্লব কুমার জানান, মৃত ব্যক্তির পরিবারবর্গকে আর্থিক সহায়তা দেবে সরকার। এরই মধ্যে পাঁচ লাখ রুপি প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনকেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।