সেলফি তোলার সময় পাহাড় থেকে পিছলে সাগরে পড়ে তরুণের মৃত্যু

অংকিত। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
অংকিত। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

পাহাড়ের ওপর সেলফি তোলার সময় পা পিছলে সাগরে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের একটি জনপ্রিয় পর্যটক এলাকায় এই ঘটনা ঘটে।

এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, ২০ বছর বয়সী ওই তরুণ ভারতীয় শিক্ষার্থী ছিলেন। তাঁর নাম অংকিত। তিনি অস্ট্রেলিয়ার পার্থ শহরে পড়াশোনা করতেন।

অংকিত যখন ৪০ মিটার উঁচু খাঁড়া পাহাড় থেকে পিছলে সাগরে পড়েন, তখন পাহাড়ের ওপর তাঁর বন্ধুরা ছিলেন। বন্ধুদের সঙ্গে সেলফি তোলার সময় তিনি পিছলে নিচে সাগরের পানিতে পড়ে যান। পরে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে অংকিতের লাশের সন্ধান পান উদ্ধারকর্মীরা।

অংকিতের এক বন্ধু বলেন, ‘পাহাড়ের ওপর ছবি তোলার সময় সে ভীষণ সতর্ক ছিল। তবে হঠাৎ পিছলে পড়ে যায়।’

এই ঘটনার পর পুলিশ তাঁর বাবা-মায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। ঘটনাটিকে অত্যন্ত বেদনাদায়ক বলে উল্লেখ করেছেন গ্রেট সাউদার্ন ডিস্ট্রিক্ট সুপারিনটেনডেন্ট ডোমিনিক উড। তিনি বলেন, একজন তরুণের এমন করুণ মৃত্যু মেনে নেওয়া কঠিন।