ত্রিপুরায় লোকালয়ে ধরা পড়া অজগরের প্রাণ বাঁচল

ত্রিপুরায় ধরা পড়া অজগর। ছবি: প্রথম আলো
ত্রিপুরায় ধরা পড়া অজগর। ছবি: প্রথম আলো

সম্প্রতি বড় একটি অজগর ধরা পড়ে ভারতের ত্রিপুরার গোমতী জেলার গোকুলপুরে। গ্রামবাসী সাপটিকে ধরে বন দপ্তরের হাতে তুলে দেন। পরে বন কর্মকর্তারা সাপটিকে নিরাপদে অভয়ারণ্যে ছেড়ে দিয়েছেন।

ছোট্ট পাহাড়ি রাজ্য ত্রিপুরায় প্রায়ই বড় আকারের অজগর লোকালয়ে চলে আসে। স্থানীয় উপজাতীয় লোকজন মাংস খাওয়ার জন্য প্রায়ই নির্বিষ এই সাপ শিকার করেন। উপজাতি মহল্লায় অজগরের মাংস বেশ জনপ্রিয়। এবার অবশ্য তা হয়নি। গ্রামবাসী সচেতন হওয়ায় সাপটি রক্ষা পেয়েছে।

জানা গেছে, ত্রিপুরার গোমতী জেলার উদয়পুরের গোকুলপুরে বাবুল বিশ্বাস নামের এক ব্যক্তি প্রথম সাপটি দেখতে পান। তিনিই খবর দেন গ্রামবাসীকে। কয়েকজন যুবক সাপটি ধরে ফেলেন। স্থানীয় লোকজন বলেন, এর আগে ওই এলাকায় এত বড় সাপ দেখা যায়নি।

বন দপ্তর সূত্র জানায়, প্রবল বর্ষণের ফলে বনাঞ্চলে বিভিন্ন স্থানে পানি জমে গেছে। তাই খাবারের সন্ধানে অজগরটি লোকালয়ে চলে আসে। পূর্ণ বয়সী এই সাপ ১২ হাত লম্বা।

বন কর্মকর্তাদের দাবি, ত্রিপুরায় এ ধরনের আরও অনেক অজগর রয়েছে। এত বড় সাপ সাম্প্রতিক সময়ে আর ধরা পড়েনি।