কার্নিভাল ডের কলটুর

>জার্মানির রাজধানী বার্লিনে এ বছরও বিশ্ব সংস্কৃতির মেলা বসেছিল। এই আন্তসংস্কৃতি কার্নিভালের পোশাকি নাম ‘কার্নিভাল ডের কলটুর’! ১৯৯৫ সাল থেকেই মিছিলের অংশগ্রহণ করে আসছে জার্মানিতে বসবাসরত অভিবাসী সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো। ২৩ বছর ধরে বিশ্ব সংস্কৃতির এ মহামিছিলে শামিল হয়েছে পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে–ছিটিয়ে থাকা নানা জাতির ভিন্ন ভিন্ন সংস্কৃতির মানুষ। দক্ষিণ আমেরিকার ব্রাজিল, পেরু, বলিভিয়া থেকে শুরু করে আফ্রিকার দেশগুলোর পাশাপাশি ক্যারিবিয়ান দেশের প্রতিনিধিদের সঙ্গে এশিয়ার নানা দেশের সাংস্কৃতিক দলও ছিল। ছিল বাংলাদেশ আর বাঙালিরাও। ছবিগুলো ২০ মে, রোববার তোলা।
বার্লিনের রাস্তায় বিশ্ব সংস্কৃতির মহামিছিলে বাংলাদেশ।
বার্লিনের রাস্তায় বিশ্ব সংস্কৃতির মহামিছিলে বাংলাদেশ।
বার্লিনে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানাতে গানে মাতোয়ারা জার্মান তরুণীরা।
বার্লিনে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানাতে গানে মাতোয়ারা জার্মান তরুণীরা।
নানা দেশের সম্মিলিত অংশগ্রহণে বাদক দল।
নানা দেশের সম্মিলিত অংশগ্রহণে বাদক দল।
নাচ আর গানে বার্লিনের রাস্তায় বাংলাদেশ দল।
নাচ আর গানে বার্লিনের রাস্তায় বাংলাদেশ দল।
পেরুর সাংস্কৃতিক দলের বর্ণাঢ্য পরিবেশনা।
পেরুর সাংস্কৃতিক দলের বর্ণাঢ্য পরিবেশনা।
বিশ্ব সংস্কৃতির মহামিছিলে এতিহ্যবাহী পোশাকে জাপানের একটি দল।
বিশ্ব সংস্কৃতির মহামিছিলে এতিহ্যবাহী পোশাকে জাপানের একটি দল।
নিজদের পরিবেশনা নিয়ে চিলির সাংস্কৃতিক দল।
নিজদের পরিবেশনা নিয়ে চিলির সাংস্কৃতিক দল।
হুগো চাভেজের দেশ ভেনিজুয়েলার সাংস্কৃতিক দল।
হুগো চাভেজের দেশ ভেনিজুয়েলার সাংস্কৃতিক দল।
বিশ্ব সংস্কৃতির মহামিছিল দেখতে বার্লিনের রাস্তায় ছিল দর্শকের ঢল।
বিশ্ব সংস্কৃতির মহামিছিল দেখতে বার্লিনের রাস্তায় ছিল দর্শকের ঢল।
বার্লিনের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে নানা সংস্কৃতির সারি সারি দল।
বার্লিনের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে নানা সংস্কৃতির সারি সারি দল।
ঐতিহ্যবাহী পোশাকে বিশ্ব সংস্কৃতির মহামিছিলে বাংলাদেশিরা।
ঐতিহ্যবাহী পোশাকে বিশ্ব সংস্কৃতির মহামিছিলে বাংলাদেশিরা।