পাকিস্তানে নির্বাচনে জয়ের স্বপ্ন দেখছেন ইমরান খান

দেশ থেকে দুর্নীতিগ্রস্ত শাসকদের হটাতে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছেন পাকিস্তানের ক্রিকেট তারকা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খান। পাকিস্তানে আগামী ২৫ জুলাই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দেশ থেকে দুর্নীতিগ্রস্ত শাসকদের হটাতে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছেন পাকিস্তানের ক্রিকেট তারকা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খান। পাকিস্তানে আগামী ২৫ জুলাই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দেশ থেকে দুর্নীতিগ্রস্ত শাসকদের হটাতে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছেন পাকিস্তানের ক্রিকেট তারকা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খান। পাকিস্তানে আগামী ২৫ জুলাই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই নির্বাচনে জয়ের স্বপ্ন দেখছেন ইমরান খান। ইমরানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দল ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) জন্য প্রধান চ্যালেঞ্জ।

পিটিআই নেতারা বলছেন, পিএমএল-এনকে হারানোর ব্যাপারে তাঁরা যথেষ্ট আত্মবিশ্বাসী।

গত রোববার টুইটে পিটিআই বলছে, পাকিস্তানিরা নতুন ভোর দেখবেন। পাকিস্তান আর দুর্নীতিগ্রস্তদের দিয়ে শাসিত হবে না। সেখানে ‘মাফিয়াদের খেলা শেষ’ এমন একটি গ্রাফিকও দেখা যায়।

আরেক টুইটে পিটিআই বলে, ‘যদি পারো আমাদের থামাও।’

পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হুসাইন গত শনিবার ২৫ জুলাই নির্বাচনের তারিখ ঘোষণা করেন।

আগামী কয়েক দিনের মধ্যেই বর্তমান প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসীর নেতৃত্বাধীন সরকার তত্ত্বাবধায়ক প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তর করবে।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বহিষ্কার সত্ত্বেও তাঁর দল দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছে।

তবে নির্বাচনে জয় নিয়ে ইমরান খানের মতো আশাবাদী নন রাজনৈতিক বিশ্লেষকেরা। রাজনৈতিক বিশ্লেষক হাসান আকসারি এএফপিকে বলেন, নির্বাচনে পিটিআইয়ের জয়ী আসন বাড়বে। আর পিএমএল-এনের আসন কমবে। তবে পিটিআই কত আসন পাবে, তা স্পষ্ট নয়।