সংঘের অনুষ্ঠানে যাওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন, প্রণবকে কংগ্রেস নেতা শরিফ

প্রণব মুখার্জি
প্রণব মুখার্জি

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের সভায় যাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন, তাকে ঘিরে বিতর্ক বাড়ছে। প্রণবের সমালোচনায় মুখ খুলেছেন কংগ্রেসের সাবেক নেতা ও মন্ত্রী সি কে জাফর শরিফ। তিনি বলেছেন, আরএসএসের সভায় অতিথি হওয়ার প্রস্তাব গ্রহণ করে প্রণব ধর্মনিরপেক্ষ মানুষকে বেদনাহত করেছেন।

আগামী ৭ জুন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কেন্দ্রীয় দপ্তরে আয়োজিত সভায় প্রধান অতিথি হওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রণব মুখার্জি। আজীবন ধর্মনিরপেক্ষ সংগঠন কংগ্রেসের সঙ্গে থাকা প্রণব মুখার্জির এ সিদ্ধান্তে কংগ্রেস নেতারা এত দিন তেমন সমালোচনা করেননি। এবার এ সিদ্ধান্তে ক্ষুব্ধ কংগ্রেস নেতা শরিফ বলেছেন, ‘আরএসএসের সভায় প্রণবের যাওয়ার সিদ্ধান্ত বিস্ময়কর এবং বেদনাদায়ক। তিনি সারা জীবন কংগ্রেসের সঙ্গে ছিলেন। এখন হঠাৎ আরএসএসের সভায় যাবেন। তিনি তাঁর অতীত ভুলতে পারেন না।’
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রণব মুখার্জির কাছে লেখা এক চিঠিতে শরিফ তাঁর ক্ষোভের কথা জানান।

৮২ বছর বয়সী প্রণবের সিদ্ধান্তে কিন্তু বেশ খুশি আরএসএস। এক বিবৃতিতে আরএসএস বলেছে, ‘যারা সংঘকে চেনে, তাদের জন্য এ সিদ্ধান্ত মোটেও আশ্চর্যের কিছু না। কারণ এর আগে সমাজের অনেক নামী মানুষ আরএসএসের আমন্ত্রণে এসেছেন। এবার আমরা প্রণব মুখার্জিকে আমন্ত্রণ জানিয়েছি। এ আমন্ত্রণ গ্রহণ করে তিনি মহানুভবতার পরিচয় দিয়েছেন।’

আরএসএসের কেন্দ্রীয় দপ্তর নাগপুরে ত্রিবার্ষিক সংঘ শিক্ষা ভার্গে যাবেন প্রণব মুখার্জি। প্রণব মুখার্জির কাছে লেখা চিঠিতে শরিফ বলেছেন, ‘আমি মনে করি, ধর্মনিরপেক্ষ মানুষ হিসেবে আপনার একটি ভাবমূর্তি আছে। আপনি দীর্ঘদিন এ ধারার রাজনীতির সঙ্গে ছিলেন। বিভিন্ন সময় নানা দায়িত্বে ছিলেন। এমনকি রাষ্ট্রপতি পর্যন্ত হয়েছেন। সাধারণ নির্বাচনের আগে সংঘ পরিবারে আপনার যাওয়ার সিদ্ধান্ত সঠিক নয় বলেই আমি মনে করি।’ সংঘের অনুষ্ঠানে যাওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য প্রণব মুখার্জির কাছে অনুরোধ জানান শরিফ। তিনি বলেন, ‘ধর্মনিরপেক্ষতা ও দেশের স্বার্থেই এ সিদ্ধান্ত আপনার পুনর্বিবেচনা করা উচিত।’