চীনে এক কনে বাস চালিয়ে গেছেন বিয়ের আসরে

চীনে বিয়ের দিন এই কনে বাস চালিয়ে বিয়ের আসরে গেছেন। এ সময় তাঁর পরনে ছিল বিয়ের সাদা গাউন। পথে এক জায়গায় বাস থামিয়ে বরকেও তুলে নেন তিনি। ছবিটি টুইটার থেকে নেওয়া
চীনে বিয়ের দিন এই কনে বাস চালিয়ে বিয়ের আসরে গেছেন। এ সময় তাঁর পরনে ছিল বিয়ের সাদা গাউন। পথে এক জায়গায় বাস থামিয়ে বরকেও তুলে নেন তিনি। ছবিটি টুইটার থেকে নেওয়া

বিয়ের অনুষ্ঠানে জাঁকজমক করতে কে না চায়! সবারই ইচ্ছে, বিয়ের দিনটি একটু অন্য রকম হবে। আগে মনে করা হতো, শুধু পয়সা খরচ করেই বিয়ের দিনটিকে ‘বিশেষ’ করতে হবে। কিন্তু এখন ধারণা পাল্টে গেছে। কম খরচেও বিয়ের দিনকে ভিন্নভাবে সাজাচ্ছেন অনেকে। ঠিক সেই কাজটিই করেছেন চীনের এক কনে।

সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, চীনে বিয়ের দিন এক কনে বাস চালিয়ে বিয়ের আসরে গেছেন। এ সময় তাঁর পরনে ছিল বিয়ের সাদা গাউন। পথে এক জায়গায় বাস থামিয়ে বরকেও তুলে নিয়েছিলেন ওই কনে। কোনো বিএমডব্লিউ বা ফেরারি নয়, বাস চালিয়ে বিয়ের আসরে যাওয়ার পরিকল্পনা ছিল কনেরই।

বাস চালিয়ে বিয়ের আসরে যাওয়ার ঘটনার একটি ভিডিও চিত্র প্রকাশ করেছে চীনের সংবাদমাধ্যম পিপলস ডেইলি। তাতে দেখা গেছে, নিজের বাড়ি থেকে বাস চালিয়ে বিয়ের অনুষ্ঠানস্থলে যাচ্ছেন কনে। তখন তাঁর পরনে ছিল সাদা রঙের গাউন ও ঘোমটা। বাসের স্টিয়ারিং হাতে বেশ সাবলীল মনে হচ্ছিল কনেকে।

ডেকান ক্রনিকলের খবরে বলা হয়েছে, রাস্তায় এক জায়গায় থেমে বরকে বাসে তুলে নেন কনে। এরপর দুজনে একসঙ্গেই যান অনুষ্ঠানস্থলে। খবরে আরও বলা হয়েছে, ওই কনে পেশায় একজন বাসচালক। তবে বর-কনের নাম জানা যায়নি।

কনে বলেছেন, পরিবহন হিসেবে বাসে তুলনামূলক কম কার্বন নিঃসরণ হয় বলে বিয়ের গাড়ি হিসেবে বাস বেছে নেওয়া হয়। পিপলস ডেইলিতে প্রকাশিত ভিডিওতে ওই কনে বলেন, ‘মানুষ পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা চায়। তাই আমি বিয়ের গাড়ি হিসেবে বাস পছন্দ করেছি।’

এদিকে ভিডিও চিত্রটি প্রকাশের পর তা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বেশির ভাগ মানুষই এতে উচ্ছ্বাস প্রকাশ করেছে। এক ব্যক্তি মন্তব্য করেছেন, ‘এই বিয়ে অনন্য।’ আরেকজন লিখেছেন, ‘খুব মিষ্টি...বেশ অনুভূতিপ্রবণ।’