বিশ্বের বৃহৎ ঐক্যের শক্তি হয়ে উঠেছে যোগব্যায়াম: মোদি

আন্তর্জাতিক যোগব্যায়াম দিবস উপলক্ষে ভারতের দেরাদুনে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট (এফআরআই) প্রাঙ্গণে যোগব্যায়ামের এক বিশাল আয়োজন করা হয়। সেখানে অংশ নেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে মোদি প্রথম এই দিবসের প্রস্তাব দেয়। এবং সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়। দেরাদুন, উত্তরাখন্ড, ২১ জুন। ছবি: এএফপি
আন্তর্জাতিক যোগব্যায়াম দিবস উপলক্ষে ভারতের দেরাদুনে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট (এফআরআই) প্রাঙ্গণে যোগব্যায়ামের এক বিশাল আয়োজন করা হয়। সেখানে অংশ নেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে মোদি প্রথম এই দিবসের প্রস্তাব দেয়। এবং সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়। দেরাদুন, উত্তরাখন্ড, ২১ জুন। ছবি: এএফপি

যোগব্যায়ামে ব্যক্তিগত ও সামাজিক সমস্যার সঠিক সমাধান আছে বলে মনে করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ চতুর্থ আন্তর্জাতিক ইয়োগা দিবস উপলক্ষে উত্তরখণ্ডের দেরাদুন প্রায় ৫০ হাজার লোকের একটি যোগব্যায়াম সমাবেশের নেতৃত্ব দেন তিনি।

সাদা টি-শার্ট ও সাদা ট্রাউজার্স পরা মোদি সকাল সাড়ে ছয়টার পর দেরাদুনের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের মাঠে যোগব্যায়াম সমাবেশে পৌঁছান। তিনি সেখানে শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম এবং পঞ্চমুণ্ডা আসনের নেতৃত্ব দেন।

মোদি বলেন, দেরাদুন থেকে ডাবলিন, সাংহাই থেকে শিকাগো, জাকার্তা থেকে জোহানেসবার্গ, সব জায়গাতেই যোগব্যায়াম ছড়িয়ে পড়েছে।

মোদি বলেন, ভালোভাবে বাঁচা এবং ভালো স্বাস্থ্যের জন্য যোগব্যায়াম এখন অন্যতম গণ-আন্দোলন হয়ে উঠেছে। সমাবেশে তিনি বলেন, বিশ্বের বৃহৎ ঐক্যের শক্তি হয়ে উঠেছে যোগব্যায়াম।

মোদি বলেন, বিশ্ব যে যোগব্যায়ামকে লুফে নিয়েছে, সেটা বোঝা যায় প্রতিবছর আন্তর্জাতিক যোগব্যায়াম দিবস পালনের মাধ্যমে।

মোদি আরও বলেন, যোগব্যায়ামের মাধ্যমে শান্ত, সৃজনশীল ও অর্থপূর্ণ জীবনযাপন করা সম্ভব।

মোদি বলেন, ‘সামাজিক ও ব্যক্তিগতভাবে আমরা যেসব সমস্যার সম্মুখীন হই, যোগব্যায়ামে যেসবের সমাধান রয়েছে। বিভাজনের বদলে ঐক্য, বিদ্বেষের বদলে ধৈর্য, যন্ত্রণার পরিবর্তে আরোগ্য আনে যোগব্যায়াম।...যোগব্যায়াম হলো পরবর্তী পৃথিবীর জন্য একটি আশার আলো। যোগব্যায়াম সুন্দর, কেননা এটি প্রাচীন হলেও আধুনিক, ধ্রুব হলেও বিকাশমান।’