আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী হামলা, নিহত ৪৮

কাবুলে আত্মঘাতী হামলায় নিহত একজনের স্বজনদের আহাজারি।  আফগানিস্তান, ১৫ আগস্ট। ছবি: রয়টার্স
কাবুলে আত্মঘাতী হামলায় নিহত একজনের স্বজনদের আহাজারি। আফগানিস্তান, ১৫ আগস্ট। ছবি: রয়টার্স

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি শিক্ষাকেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৬৭ জন। আজ বুধবার কাবুলে শিয়া অধ্যুষিত এলাকায় এই হামলা চালানো হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, একজন আত্মঘাতী হামলাকারী হেঁটে ওই শিক্ষাকেন্দ্রে ঢুকে বিস্ফোরণ ঘটায়। নিহতদের মধ্যে বেশির ভাগের বয়স থেকে ১৯ বছরের নিচে। তাঁরা বিশ্ববিদ্যালয় ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন।

এই হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। দেশটির সক্রিয় জঙ্গিগোষ্ঠী তালেবান দাবি করেছে, তারা এই ঘটনার সঙ্গে জড়িত নয়।

এর আগে দেশটিতে একাধিক হামলায় চালিয়েছে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।