মতুয়াদের ভারতের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা বিজেপির

আগামী লোকসভা নির্বাচনে মতুয়া সম্প্রদায়ের সমর্থন নিতে সচেষ্ট বিজেপি।
আগামী লোকসভা নির্বাচনে মতুয়া সম্প্রদায়ের সমর্থন নিতে সচেষ্ট বিজেপি।

ভারতে আসা মতুয়া সম্প্রদায়সহ অন্যান্য উদ্বাস্তু এবং শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার গোপাল নগর থানার হরিশপুরে মতুয়া সম্প্রদায়ের এক সম্মেলনে এ কথা ঘোষণা করেছেন বিজেপির পশ্চিমবঙ্গের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়। পাশাপাশি তিনি এ কথাও বলেছেন, এ রাজ্যেও চালু করা হবে এনআরসি বা জাতীয় নাগরিক পঞ্জি।

কৈলাশ বিজয়বর্গীয় বলেছেন, ‘বাংলাদেশ, পাকিস্তান এবং কানাডা থেকে আসা শরণার্থীদের আমরা ভারতের নাগরিকত্ব দেব। আপনারা যাঁরা মতুয়া সম্প্রদায়ের মানুষজন আছেন, তাঁরা সকলেই এ দেশের নাগরিক। তাঁরা সবাই এ দেশের নাগরিকত্ব পাবেন।’

কৈলাশ বলেন, ‘কিছু মানুষ এনআরসি নিয়ে অপপ্রচার করছে। এই অপপ্রচার প্রতিহত করতে হবে।’

অনুষ্ঠানে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া মুকুল রায় বলেছেন, ‘এ রাজ্যে চলছে মিথ্যাচারের সরকার। নাগরিকত্ব এবং এনআরসি নিয়ে মিথ্যা প্রচার করছে। এ দেশের সব মতুয়ারা ভারতের নাগরিকত্ব পাবে। আর ভারত সরকারও এনআরসি চালু করবে দেশজুড়ে। আপনারা মনে রাখবেন শরণার্থী আর অনুপ্রবেশকারী এক নয়। ভারত সরকার শরণার্থী এবং উদ্বাস্তুদের নাগরিকত্ব দেবে।’ 

মতুয়াদের মহাসম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঠাকুর বাড়ির মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুরসহ মতুয়া সম্প্রদায়ের নেতৃবৃন্দ। সম্মেলনে রাজ্যের বিভিন্ন জেলা ও স্থান থেকে বহু মতুয়া ভক্ত যোগ দেন।