ভারতের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন গগৈ

ভারতের ৪৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেওয়ার পর সই করছেন রঞ্জন গগৈ। ছবি: পিটিআই
ভারতের ৪৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেওয়ার পর সই করছেন রঞ্জন গগৈ। ছবি: পিটিআই

ভারতের ৪৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন রঞ্জন গগৈ। বুধবার দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁকে শপথ বাক্য পাঠ করান। রাষ্ট্রপতি ভবনে এই শপথ অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠানে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিসহ মন্ত্রীরা উপস্থিত ছিলেন।

এর আগে দেশটির প্রধান বিচারপতি ছিলেন দীপক মিশ্র।

৬৪ বছর বয়সী গগৈ আগামী ২০১৯ সালের ১৭ নভেম্বর পর্যন্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। বিচারপতি রঞ্জন গগৈয়ের বাড়ি আসামে। এর আগে উত্তর-পূর্বাঞ্চল থেকে কেউ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হননি। গত জানুয়ারিতে সংবাদ সম্মেলন করে দীপক মিশ্রের কাজকর্মের যাঁরা সমালোচনা করেছিলেন, তাঁদের মধ্যে গগৈ অন্যতম। একাধিক গুরুত্বপূর্ণ মামলায় রায় দিয়েছেন বিচারপতি গগৈ। গত জানুয়ারিতে সংবাদ সম্মেলন করে দীপক মিশ্রের কাজকর্মের যাঁরা সমালোচনা করেছিলেন, তাঁদের মধ্যে গগৈ অন্যতম।

উল্লেখ্য, বিচারপতি গগৈয়ের জন্ম ১৯৫৪ সালে। ১৯৭৮ সালে আইনজীবী হিসেবে গুয়াহাটি হাইকোর্টে কাজ শুরু করেন তিনি। এরপর গুয়াহাটি হাইকোর্ট এবং পাঞ্জাব হাইকোর্টে বিচারপতি হিসেব কাজ করেন তিনি। ২০১২ সালের ২৩ এপ্রিল তিনি যোগ দেন সুপ্রিম কোর্টে। তথ্যসূত্র: এনডিটিভি