ভারত থেকে রোহিঙ্গা বহিষ্কারে জাতিসংঘের প্রতিবাদ

সাত রোহিঙ্গাকে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে ভারত। ছবি: রয়টার্স
সাত রোহিঙ্গাকে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে ভারত। ছবি: রয়টার্স

ভারতে আশ্রয় নেওয়া সাতজন রোহিঙ্গা মুসলিমকে মিয়ানমারে বহিষ্কার করার সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন।

কমিশনের বর্ণবাদ–বিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার তেনদায়ি আচিউমে বলেছেন, ভারতের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

মিয়ানমারে অব্যাহত নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার বিষয়টি ভারতের আন্তর্জাতিক দায়–দায়িত্বের মধ্যে পড়ে।

জেনেভায় প্রকাশিত এক বিবৃতিতে এই মানবাধিকার বিশেষজ্ঞ বলেন, রোহিঙ্গা উদ্বাস্তুদের বহিষ্কারের আগে তাদের আইনগত সাহায্য দিতে ভারত ব্যর্থ। এদের নিরাপত্তা রক্ষায় কী ব্যবস্থা নেওয়া যায়, তা নির্ধারণের জন্য বিষয়টি প্রথমে জাতিসংঘের উদ্বাস্তু সংস্থার কাছে উত্থাপন করা উচিত ছিল বলে আচিউমে মন্তব্য করেন। তিনি জানান, ভারতে প্রায় ২০০ রোহিঙ্গা উদ্বাস্তু আটকাবস্থায় রয়েছে। উদ্বাস্তু হিসেবে এদের প্রত্যেকের আইনগত অধিকার মেনে চলার জন্য তিনি ভারত সরকারের প্রতি আহ্বান জানান।