ট্রাম্পের সব কথার সঙ্গে একমত নই: মেলানিয়া

পিরামিডের দেশ মিসরে মেলানিয়া ট্রাম্প। ছবি: এএফপি
পিরামিডের দেশ মিসরে মেলানিয়া ট্রাম্প। ছবি: এএফপি

ট্রাম্প যত যা–ই বলেন, তাঁর সব কথায় সায় দেন না মেলানিয়া। মানে সবকিছুতেই একমত নন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নানা বিষয়ে সারাক্ষণ টুইট করে থাকেন। তাঁর টুইটের সঙ্গে সব সময় একমত হন না বলে জানিয়েছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। তিনি তাঁর এই মতপার্থক্যের বিষয় ট্রাম্পকে জানিয়েও দেন।

আজ রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, আফ্রিকা সফরের শেষভাগে মিসরে গিয়ে মেলানিয়া এসব কথা বলেন।

গত জানুয়ারিতে আফ্রিকার দেশগুলো নিয়ে ট্রাম্প আপত্তিকর মন্তব্য করেন। ওই মন্তব্যের প্রেক্ষাপটে আফ্রিকা সফরে যান মেলানিয়া।

মেলানিয়া জানান, তিনি ট্রাম্পকে সব সময় সৎ মতামত দেন। সৎ পরামর্শ দেন।

মার্কিন ফার্স্ট লেডির ভাষ্য, তাঁর দেওয়া মতামত ও পরামর্শ ট্রাম্প কখনো শোনেন। আবার কখনো ট্রাম্প তা শোনেন না।

মেলানিয়া বলেন, ট্রাম্প যা-ই করুন না কেন, কোনো বিষয়ে তাঁর (মেলানিয়া) নিজস্ব বক্তব্য ও মতামত থাকে। আর এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাঁর কাছে যা সঠিক মনে হয়, তা তিনি প্রকাশ করেন।

মার্কিন ফার্স্ট লেডি বলেন, ‘আমি আমার মত তাঁকে (ট্রাম্প) দিই। কিছু ক্ষেত্রে হয়তো আমরা একমত হই না। আমি নির্বাচিত কেউ নই। আর তিনি প্রেসিডেন্ট।’

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-মনোনীত বিচারপতি ব্রেট কাভানার পক্ষে নিজের সমর্থনের কথাও জানান মেলানিয়া। তাঁর মতে, সংশ্লিষ্ট পদের জন্য কাভানা খুবই যোগ্যতাসম্পন্ন একজন বিচারপতি।