বাংলাদেশি ও রোহিঙ্গাদের জম্মু থেকে প্রত্যাবর্তনের দাবি

ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের শীতকালীন রাজধানী জম্মু থেকে রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবর্তনের দাবি তুলেছে ন্যাশনাল প্যান্থার্স পার্টি (জেকেএনপিপি)। তাঁরা সেখানে বেআইনিভাবে বসবাস করছে বলে দাবি করে দলটি বলছে, ‘রাজ্যের জম্মু এলাকায় বেআইনিভাবে বসবাসকারী বাংলাদেশি ও মিয়ানমারের রোহিঙ্গাদের অবিলম্বে প্রত্যর্পণ করতে হবে।’

দাবির পক্ষে রোববার এক্সিবিশন গ্রাউন্ডে বিক্ষোভ, প্রতিবাদ ও সমাবেশ করেছে ন্যাশনাল প্যান্থার্স পার্টি। এতে নেতৃত্ব দেন পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী হর্ষদেব সিং। সমাবেশে পাটির নেতা, সমর্থক ও কর্মীরা যোগ দেন। এ সমময় বিক্ষোভকারীরা কেন্দ্রীয় সরকারের কুশপুতুলও দাহ করে।

প্যান্থার্স পার্টির চেয়ারম্যান হর্ষদেব সিং বলেন, ‘জম্মু শহর ও এর আশপাশ এলাকায় মিয়ানমার এবং বাংলাদেশের বাসিন্দারা এখনো বেআইনিভাবে বাস করছেন। তাঁদের ইতিমধ্যে চিহ্নিত করা গেছে। তাই তাঁদের দ্রুত এ দেশ থেকে প্রত্যাবর্তনের দাবি তুলেছি আমরা।’