ভারতে এয়ার হোস্টেজ তরুণীর শ্লীলতাহানি, যুবক গ্রেপ্তার

উড়োজাহাজের ভেতর নারী এয়ার হোস্টেজকে শ্লীলতাহানির অভিযোগে এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার ভারতের বেঙ্গালুরুর ইন্ডিগো এয়ারলাইনের ফ্লাইটে মুম্বাই বিমানবন্দরে এই ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকেল জানিয়েছে, গ্রেপ্তারের পর ২৮ বছর বয়সী অভিযুক্ত ওই যাত্রীকে মুম্বাই আদালতে হাজির করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের জন্য তাঁকে পুলিশের হাজতে নেওয়া হয়।

বেঙ্গালুরুর এক বাসিন্দা রাজু গঙ্গোপা বলেন, উড়োজাহাজের ভেতরে ২০ বছর বয়সী ফ্লাইট অ্যাটেনডেন্ট তরুণীকে অতিক্রম করার সময় শ্লীলতাহানি করেন ওই যুবক যাত্রী। ওই তরুণী ঘটনাটি তাঁর জ্যেষ্ঠ সহকর্মীদের জানান। পরে তাঁরা ওই যুবকে ব্যাগসহ উড়োজাহাজ থেকে নামিয়ে দিয়ে নিরাপত্তা বাহিনীর কাছে তুলে দেন।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, অভিযুক্ত ওই যুবককে সেন্ট্রাল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) কাছে হস্তান্তর করা হলে তাঁকে বিমানবন্দর পুলিশের হাজতে পাঠানো হয়।

এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তবে ঘটনাটি তদন্ত করে দেখার বিষয়ে ইন্ডিগো কোনো প্রতিক্রিয়া জানায়নি।