অস্ট্রেলিয়া বলে কোনো দেশ নেই!

অস্ট্রেলিয়ার কোনো অস্তিত্ব নেই বলে বিশ্বাস ফ্ল্যাট আর্থ সোসাইটির।
অস্ট্রেলিয়ার কোনো অস্তিত্ব নেই বলে বিশ্বাস ফ্ল্যাট আর্থ সোসাইটির।

যদি বলা হয়, অস্ট্রেলিয়া বলে কোনো দেশ নেই! আর সেখানে বসবাসকারীরা আসলে অর্থের বিনিময়ে অস্ট্রেলিয়ার অস্তিত্ব নিয়ে মিথ্যা বলে!

কথা শুনে নিশ্চয়ই পাগলের প্রলাপ মনে হচ্ছে। ভাবছেন, এ–ও বিশ্বাস করতে হবে!

সত্যি বলতে কি, একদল মানুষ আছে, যারা বিশ্বাস করে, অস্ট্রেলিয়া বলে কোনো দেশ নেই। আর সেখানে বসবাসকারীরা মহাকাশ গবেষণা সংস্থা নাসার ভাড়া করা অভিনেতা।

শুধু তা–ই নয়, এই শ্রেণির লোকেরা বিশ্বাস করে, পৃথিবী গোল নয়, বরং সমতল।

শ্রেণিটি ফ্ল্যাট আর্থ সোসাইটি নামে পরিচিত। তাদের মতবাদ অনুসারে, পৃথিবী দেখতে একটা পয়সার মতো।

এ নিয়ে চলতি বছর একটি প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান। এতে বলা হয়, ফ্ল্যাট আর্থ সোসাইটি ২০০৬ সালে প্রথম দাবি করে, পৃথিবী সমতল হওয়ায় অস্ট্রেলিয়া বলে কোনো দেশ নেই।

প্রতিবেদনে বলা হয়, এই মতবাদের অনুসারীর সংখ্যা ৫০ হাজারের বেশি। তাদের মতে, প্রকৃতপক্ষে অস্ট্রেলিয়ার কোনো অস্তিত্ব নেই। অস্ট্রেলিয়ার অস্তিত্ব নিয়ে প্রমাণ হিসেবে যা দেখছেন, তার সবই সুন্দর করে সাজানো একটা মিথ্যা।

ফ্ল্যাট আর্থ সোসাইটির মতে, অস্ট্রেলিয়ায় যারা আছে, তারা হয় ভাড়া করা অভিনেতা, না হয় কম্পিউটারে তৈরি মানুষ।

ফ্ল্যাট আর্থ সোসাইটির বিশ্বাস খুবই দৃঢ়। বহু তর্কবিতর্ক ও প্রমাণ দেখানোর পরও তারা মানতে রাজি নয় যে পৃথিবী গোল। সূর্যকে পৃথিবী যে প্রদক্ষিণ করে চলছে, তা–ও তারা মানে না।