চীনে ছুরি হামলায় ক্ষতবিক্ষত ১৪ শিশু

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশের একটি কিন্ডারগার্টেনে ছুরি নিয়ে হামলা চালিয়েছেন এক নারী। হামলায় ১৪ শিশু আহত। স্থানীয় সময় আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়।

কর্তৃপক্ষ বলছে, হামলাকারী নারীর বয়স ৩৯ বছর। তিনি হামলায় রান্নাঘরে ব্যবহৃত ছুরি ব্যবহার করেছেন।

সকালের অনুশীলন শেষে শিক্ষার্থীরা যখন শ্রেণিকক্ষে ফিরছিল, ঠিক তখন তাদের ওপর ছুরি নিয়ে হামলে পড়েন ওই নারী।

ঘটনার স্থির ও ভিডিওচিত্র স্থানীয় গণমাধ্যমের অনলাইনে প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, শিশুদের জামা–কাপড় রক্তে ভিজে একাকার। আহত শিশুদের কারও কারও মুখমণ্ডলে ছুরির আঘাত রয়েছে।

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। চিকিৎসার জন্য আহত শিশুদের উদ্ধার করা হয়।

হামলাকারী নারীকে ইতিমধ্যে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। তারা হামলার ঘটনাটি তদন্ত করছে।

হামলাকারীর উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

চীনে প্রায়ই শিশুদের ওপর ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটছে। এ ধরনের হামলা নিয়ে দেশটিতে উদ্বেগ তৈরি হয়েছে।