ভূতের উৎসবে অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে গণমাধ্যমের ব্রেকিং নিউজে হয়তো তাঁকে এখন আর দেখা যায় না। কেননা তিনি ক্ষমতাচ্যুত হয়ে এখন সাবেক প্রধানমন্ত্রী। তাই অস্ট্রেলিয়ার এই সাবেক প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল এখন সময় কাটাচ্ছেন ভূতদের সঙ্গে। আর ভূতদের উৎসবে যোগ দিতে বেশভূষাও পাল্টিয়েছেন সে অনুযায়ী। তিনি একা নন, তাঁর সঙ্গে অংশ নিয়েছে তাঁর পুরো পরিবার। ১৯৩০ সালের জনপ্রিয় কমিকস টিন টিন-এর বিভিন্ন চরিত্রের পোশাক পরেছেন সবাই মিলে। সাবেক প্রধানমন্ত্রী টার্নবুলকে দেখা গেছে সবুজ কোট-টাই আর একই রঙের মাথায় গোল টুপি। টিনটিন কমিকসের প্রফেসর ক্যালকুলাস এ ধরনের পোশাকই পরতেন।

টার্নবুল ও তাঁর পরিবারের এই ভিন্ন অদ্ভুত সাজসজ্জার কারণ হলো হ্যালোইন। প্রতিবছরের মতো এবারও ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে পালিত হচ্ছে এই উৎসবটি। তবে এখন ধীরে ধীরে এই উৎসবের ছোঁয়া ছড়িয়ে পড়ছে গোটা বিশ্বেই। ক্রিসমাসের আগে এটিই এখন অস্ট্রেলিয়ার বড় উৎসব। হ্যালোইন অনেকটা গল্পনির্ভর সাংস্কৃতিক উৎসবের মতো। বিচিত্র সব ভুতুড়ে পোশাক পরা, মুখোশ পরে বাচ্চাদের ক্যান্ডি সংগ্রহ, বিচিত্র পোশাকে শিশুদের সাজিয়ে প্যারেডে যোগ দেওয়া—এসবই দিনটির বিশেষত্ব। আর এই হ্যালোইন উদ্‌যাপনেই এমন বিচিত্র সাজ দিয়েছেন টার্নবুল ও তাঁর পরিবার। ইনস্টাগ্রামে সপরিবারে হ্যালোইনের পোশাক পরা ছবি আপলোড করে সবাইকে হ্যালোইনের শুভেচ্ছা জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক এই প্রধানমন্ত্রী।