ব্রেক্সিট ইস্যুতে আরও এক ব্রিটিশ মন্ত্রীর পদত্যাগ

জো জনসন। ছবি: এএফপি
জো জনসন। ছবি: এএফপি

ব্রেক্সিট ইস্যুতে পদত্যাগ করেছেন ব্রিটিশ মন্ত্রী জো জনসন। তিনি থেরেসা মে সরকারের পরিবহনমন্ত্রী ছিলেন। স্থানীয় সময় শুক্রবার থেরেসা মের ব্রেক্সিট পরিকল্পনায় মতবিরোধের জেরে তিনি পদত্যাগ করেছেন বলে বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়।


এক টুইট বার্তায় নিজের পদত্যাগের কথা জানিয়ে জনসন বলেন, ‘অনেক দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি সরকার থেকে পদত্যাগ করছি।’ টুইটারে ব্রেক্সিট ইস্যুতে আরেক দফা গণভোটের জন্য প্রচারণা চালানোর কথা জানান তিনি।


থেরেসা মের ব্রেক্সিট সিদ্ধান্তকে ভয়াবহ ভুল বল অবহিত করেন জো জনসন। যুক্তরাজ্যের সদ্য বিদায়ী এই মন্ত্রী বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সংকটে আছে যুক্তরাজ্য। 

সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনের ভাই জো জনসন। এ বছরের জুলাইয়ে একই ইস্যুতে পদত্যাগ করেছিলেন বরিস জনসন।