কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ৪০

কাবুলে আত্মঘাতী বোমা বিস্ফোরণ। ছবি: টুইটার থেকে নেওয়া
কাবুলে আত্মঘাতী বোমা বিস্ফোরণ। ছবি: টুইটার থেকে নেওয়া

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি শক্তিশালী আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ৪০ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৬০ জন। মঙ্গলবার কাবুলে একটি মিলনায়তনে ধর্মীয় আলোচনা অনুষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে।

আল জাজিরা জানিয়েছে, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মজরো ওই হামলায় ৪০ জন নিহত ও ৬০ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব ড্যানিশ বলেন, আত্মঘাতী বোমা বহনকারী একজন মিলনায়তনের ভেতরে বোমা বিস্ফোরণ ঘটায়। যেখানে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে শত শত ধর্মীয় পণ্ডিত ও আলেম উপস্থিত ছিলেন।

বিস্ফোরণের পরপরই ঘটনাস্থল থেকে উদ্ধারকারী ও আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার তৎপরতা শুরু করে। এ সময় কয়েক ডজন অ্যাম্বুলেন্সে করে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়।