আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় নিহত ২৩

আফগানিস্তানে মার্কিন বিমানবাহিনীর হামলায় ২৩ জন নিহত হয়েছেন। ছবি: এএফপি
আফগানিস্তানে মার্কিন বিমানবাহিনীর হামলায় ২৩ জন নিহত হয়েছেন। ছবি: এএফপি

আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। গত বুধবার আফগানিস্তানের দক্ষিণাংশে এ ঘটনা ঘটেছে বলে জাতিসংঘের তদন্তে বের হয়ে এসেছে। হতাহত ব্যক্তিদের মধ্যে নারী–শিশুসহ বেশির ভাগই বেসামরিক নাগরিক।

গতকাল বৃহস্পতিবার আফগানিস্তানের জাতিসংঘের মিশন থেকে প্রতিবেদন পায় বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, প্রাথমিক তদন্তে জানা গেছে, হতাহত ব্যক্তিদের বেশির ভাগই নারী ও শিশু। হেলমান্দ প্রদেশে তালেবান জঙ্গিদের সঙ্গে মার্কিন মদদপুষ্ট আফগান সৈন্যদের এক সংঘর্ষের সময় এই বিমান হামলা চালানো হয়।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর দাবি, দুই দলের সংঘর্ষের সময় আফগান সৈন্যরা সাহায্য চাইলে এই হামলা চালানো হয়। তালেবানদের লক্ষ্য করে হামলা চালানো হলেও সেখানে বেসামরিক লোকের উপস্থিতি সম্পর্কে তাদের জানা ছিল না। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ন্যাটো।

প্রদেশ কর্তৃপক্ষ জানায়, বেশ কয়েকটি একক পরিবারের সদস্য নিহত হয়েছেন। এক কর্মকর্তা জানান, এ ঘটনায় ১৮ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। তবে এ তথ্যের সত্যতা পাওয়া যায়নি।