ইরানে ব্যাংক দুর্নীতির দায়ে প্রকাশ্যে শিরশ্ছেদ

ব্যাংক জালিয়াতি ও দুর্নীতি করায় ‘সুলতান অব বিটুমিন’ নামের এক ব্যবসায়ীর শিরশ্ছেদ করেছে ইরান। আজ শনিবার প্রতারণা ও বিপুল পরিমাণ জ্বালানি পণ্য কালোবাজারির অভিযোগে তাঁর শিরশ্ছেদ করা হয়েছে বলে সংবাদ সংস্থা মিজান অনলাইনের প্রতিবেদনে জানানো হয়।

এএফপির খবরে জানানো হয়, এবারের গ্রীষ্মে দুর্নীতিবিরোধী অভিযান জোরদার করেছে ইরান। হামিদরেজা বাঘেরি দারমানি নামের ওই ব্যবসায়ীসহ দুর্নীতিবিরোধী অভিযানে তিনজনের শিরশ্ছেদের ঘটনা ঘটল।

মিজানের প্রতিবেদনে বলা হয়, ইরানের সবচেয়ে বড় অপরাধ পার্থিব দুর্নীতির দায়ে অভিযুক্ত ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে প্রায় ১০ কোটি মার্কিন ডলার জাতিয়াতি, প্রতারণা ও ঘুষের অভিযোগ আনা হয়। ২০১৪ সালের আগস্টে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাষ্ট্রীয় ব্যাংক থেকে ভুয়া রিয়েল এস্টেট ব্যবসার কাগজপত্র দেখিয়ে ঋণ নিয়েছিলেন তিনি।

এরপর তিনি ইরানের লাভজনক বিটুমিন ব্যবসাকে সামনে আনেন। আরেক বড় ব্যবসায়ী বাবাক মোর্তেজা জানজানির সঙ্গেও সম্পর্ক ছিল তাঁর। ২০১৬ সালে বাবাক মোর্তেজার বিরুদ্ধেও অভিযোগ এনেছে ইরান।

দারমানির শিরশ্ছেদের খবর রাষ্ট্রীয় টেলিভিশনে নাটকীয়ভাবে প্রচার করা হয়। ব্যাকগ্রাউন্ডে অ্যাকশন মুভির সাউন্ডট্র্যাক ও পুরো অপরাধের ডকুমেন্টারি দেখানো হয়। দুর্নীতির মাধ্যমে অর্থনৈতিক খাতে বাধা সৃষ্টিকারীর বিরুদ্ধে শক্ত অবস্থানের বিষয়টি দেখাতে এ ব্যবস্থা নিয়েছে দেশটি।

গত মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে দেশটি অর্থনৈতিক দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে।