মৌসুমী চট্টোপাধ্যায় বিজেপিতে

ভারতের লোকসভা নির্বাচন সমাগত। আগামী মার্চ-এপ্রিলে এই নির্বাচন হওয়ার কথা। নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে তারকা টানার খেলা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বিজেপি, কংগ্রেস, তৃণমূল—সবাই চাইছে তারকাদের প্রার্থী করে দলকে জিতিয়ে আনতে।
এবার এই খেলায় বলিউডের বাঙালি তারকা মৌসুমী চট্টোপাধ্যায়কে দলে ভিড়িয়েছে বিজেপি। গতকাল বুধবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় মৌসুমীর হাতে তুলে দেন বিজেপির পতাকা। এ সময় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা মুকুল রায়, প্রতাপ বন্দ্যোপাধ্যায়, সায়ন্তন বসু প্রমুখ।
মৌসুমী কংগ্রেসের টিকিটে ২০০৪ সালে কলকাতার লোকসভার একটি আসনে লড়ে পরাজিত হয়েছিলেন। তারপর তিনি রাজনীতি থেকে দূরে সরে যান।
এবার মৌসুমীর বিজেপিতে যোগদানের পর রাজনৈতিক মহলে কথা ছড়ায় যে তিনি এবার লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের কোনো একটি আসনে প্রার্থী হচ্ছেন।
মৌসুমী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, দল যা চাইবে, তিনি তা–ই করবেন। মোদির উন্নয়ন কর্মকাণ্ড তাঁর ভালো লেগেছে। তাই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন।
মৌসুমী আশির দশকে কলকাতা ও মুম্বাইয়ে ছবি করে ঝড় তোলেন। ১৯৬৭ সালে ‘বালিকা বধূ’ ছবির মাধ্যমে তিনি প্রথম বাংলা চলচ্চিত্রে পা রাখেন। তখন তাঁর বয়স ছিল ১১ বছর। ২০১৫ সালে অভিনয় করেন বলিউডের ‘পিকু’ ছবিতে। সব মিলিয়ে মৌসুমী বাংলা-হিন্দি মিলিয়ে ১১০টি ছবিতে অভিনয় করেছেন।
মৌসুমী অভিনয় করেছেন বলিউড তারকা রাজেশ খান্না, বিনোদ খান্না, শশী কাপুর, সঞ্জীব কুমারের মতো প্রথিতযশা তারকাদের সঙ্গে। তিনি নানা পুরস্কারও পেয়েছেন।
প্রখ্যাত সংগীত পরিচালক ও শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের ছেলে জয়ন্ত মুখোপাধ্যায়ের স্ত্রী মৌসুমী। তাঁদের দুই মেয়ে পায়েল ও মেঘা।
এই বাংলার তারকা রুপা গঙ্গোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়, বাবুল সুপ্রিয় প্রমুখ আগেই বিজেপিতে যোগ দিয়েছেন।