বেইজিংয়ে স্কুলে হাতুড়ি নিয়ে হামলায় আহত ২০

চীনের রাজধানী বেইজিংয়ে প্রাথমিক স্কুলে হাতুড়ি নিয়ে হামলায় ২০ শিশু আহত হয়েছে। ছবি: এএফপি
চীনের রাজধানী বেইজিংয়ে প্রাথমিক স্কুলে হাতুড়ি নিয়ে হামলায় ২০ শিশু আহত হয়েছে। ছবি: এএফপি

চীনের রাজধানী বেইজিংয়ের একটি প্রাথমিক স্কুলে আজ মঙ্গলবার হামলায় ২০ শিশু আহত হয়েছে। তাদের মধ্যে তিন শিশুর অবস্থা গুরুতর।

সরকারি টিভিতে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বলা হয়েছে, হামলাকারী হাতুড়ি দিয়ে শিশুদের আঘাত করে। শিচেং প্রশাসন বলছে, সন্দেহভাজন পুরুষ হামলাকারীকে নজরদারিতে রাখা হয়েছে। আহত শিশুদের হাসপাতালে নেওয়া হয়েছে। কীভাবে এবং কেন এই হামলা হলো, এর বিবরণ দেয়নি প্রশাসন।

এএফপির খবরে জানা যায়, বেইজিং পুলিশ এ নিয়ে কোনো মন্তব্য করেনি।

চীনে প্রায়ই শিশুদের স্কুলে সহিংস হামলার ঘটনা ঘটে। সাধারণত এসব হামলায় ছুরি ব্যবহার করা হয়। গত বছরের এপ্রিল মাসে সাংহাই প্রদেশে ২৮ বছরের এক যুবক বাড়ি ফেরার সময় ছুরি নিয়ে স্কুলের শিশুদের ওপর হামলা চালায়।

সিচুয়ান প্রদেশে এক নারী ছুরি নিয়ে কিন্ডারগার্টেন স্কুলে হামলা চালান। এতে ১৪ শিশু আহত হয়।

কয়েক বছরে চীন অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী হয়ে উঠেছে। এ সময় দেশটিতে সহিংস অপরাধও বাড়ছে। ধনী ও দরিদ্রের মধ্যে ব্যবধান বাড়ছে। বিভিন্ন জরিপে দেখা গেছে, এসব কারণে চীনের জনগণের অনেকে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। জীবনযাত্রা বেশি গতিশীল হয়ে যাওয়ায় অনেকে মানসিক চাপে পড়েছে। এসব কারণেও সহিংসতার ঘটনা ঘটছে।