সিংহের ডেরায় গিয়ে খোরাক হলেন তিনি

কী মনে করে চিড়িয়াখানার সীমানাদেয়াল টপকে ভেতরে ঢুকেছিলেন তিনি। তাতেই কাল হলো। ভয়ংকর সিংহের খোরাক হলেন তিনি। ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য পাঞ্জাবে এ ঘটনা ঘটে।

আজ সোমবার এএফপির খবরে জানানো হয়, ছত্তবীর চিড়িয়াখানায় ২০ ফুট উঁচু সীমানাপাঁচিলে উঠেছিলেন ওই ব্যক্তি। পাঁচিলে ওপারেই ছিল চারটি সিংহ। ওই এলাকায় প্রবেশাধিকারও সীমিত। সেখানে ঢোকার পর ওই ব্যক্তির ওপর হামলা হয়। চিৎকার শুনে চিড়িয়াখানার কর্মীরা দৌড়ে গিয়ে ওই লোককে উদ্ধার করেন।

রাজ্যের বন বিভাগের কর্মকর্তা রোশান সাঙ্কারা বলেন, ‘ওই ব্যক্তি নিয়ম না মেনে চিড়িয়াখানায় ঢোকেন। আমরা তাঁকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু খুব বেশি জখম হওয়ায় তিনি মারা যান।’

হামলাকারী সিংহটি বিপন্ন প্রজাতির। চিড়িয়াখানার অনেক পর্যটককে সিংহটি আকৃষ্ট করে।

ভারতের পশ্চিমাঞ্চলের গুজরাট রাজ্যের গির অভয়ারণ্যে ৫০০ প্রজাতির বন্য প্রাণীর বাস। চিড়িয়াখানা কর্তৃপক্ষ নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেনি।

এই চিড়িয়াখানায় পর্যটকদের সাবধানে ভ্রমণের পরামর্শ দেওয়া হয়। দরজা বন্ধ করে গাড়িতে করে ঘুরতে বলা হয়।